October 9, 2024, 10:28 am

সংবাদ শিরোনাম
আসন্ন শারদীয়া দুর্গাপূজা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসন ও জনগণের প্রীতি আহ্বান – পর্ব ৮ প্রশাসন সংস্থা ব্রিটিশ আইনের মাধ্যমে শাসন ব্যবস্থা চলতে পারে না-পর্ব ৭ মাতৃভূমির এক ইঞ্চি জমি ছাড় দেওয়া হবে না, পর্ব ৬ স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪) ভঙ্গুর রাষ্ট্রকে গড়তে হলে সংস্কার প্রয়োজন=== বৈষম্য বিরোধী অভিভাব ছাত্র শ্রমিক জনতা ঐক্য কেন্দ্রীয় কমিটির ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোর পল্লী বিদ্যুত সমিতিতে অদ্ভুতুরে কাণ্ডকীর্তি ভোলা বোরহানউদ্দিনে প্রাথমিক সহকারি শিক্ষকগণের ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন

‘ভারতে তেলঙ্গানার তরুণী নিরাপদ নই’ বলায় থানায় নিয়ে কলেজছাত্রীকে নির্যাতন!

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্কঃ

তেলঙ্গানার তরুণী পশু-চিকিৎসককে ধর্ষণ ও খুনের প্রতিবাদ করায় নির্যাতনের শিকার অনু। ছবি-সংগৃহীত

ভারতের তেলঙ্গানার তরুণী পশু-চিকিৎসককে ধর্ষণ ও খুনের প্রতিবাদে সরব হয়েছেন দিল্লির মেয়ে অনু (২০)। আজ ০১ ডিসেম্বর ২০১৯ ইং তারিখ রোববার  সকালে দেশটির পার্লামেন্টের সামনে একাই প্রতিবাদ কর্মসূচি শুরু করেন। হাতে একটা ছেঁড়া প্ল্যাকার্ড। তাতে লাল রঙে লেখা— ‘কেন? আমি আমার নিজের ভারতে নিরাপদ নই।’ তবে বেশি সময় সংসদ ভবনের সামনে প্রতিবাদ করতে পারেননি অনু। পুলিশ তাকে টেনে-হিঁচড়ে গাড়িতে তুলে নিয়ে গেছে।ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, অনু কোনো স্লোগান দেননি। বসে ছিলেন নীরবে। এসময় পুলিশ তাকে চলে যেতে বলে। তিনি যেতে না চাইলে তুলে নিয়ে যাওয়া হয় পার্লামেন্ট স্ট্রিট থানায়।সেখানে অনুকে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে।তবে ‘সংসদের আশেপাশে আর প্রতিবাদ করব না’— এই মুচলেকা দেয়ার আগে অনুকে ছাড়েনি পুলিশ।পুলিশের বক্তব্য, সংসদ ভবনের সামনের জায়গায় প্রতিবাদ-বিক্ষোভ নিষিদ্ধ।দিল্লির মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়ালের অভিযোগ, থানায় একটি খাটের ওপর অনুকে ফেলে তার ওপরে চড়ে বসেন তিনজন নারী পুলিশ।স্বাতী বলেন, ‘মেয়েটির শরীরে নির্যাতনের চিহ্ন আমি দেখেছি। দিল্লি পুলিশকে নোটিস দিচ্ছি। ওই তিন পুলিশকর্মীকে অবিলম্বে সাসপেন্ড করতে হবে।’থানা থেকে বের হওয়ার পর অনুর হাতে ক্ষতচিহ্ন দেখা গেছে বলেও তিনি জানান।এসময় সাংবাদিকরা এগিয়ে এসে তার বিষয়ে জানতে চাইলে অনু বলে ওঠেন, ‘আপনারা আমার কথা জিজ্ঞাসা করছেন কেন? আমি শুধু আমার জন্য আজ এখানে আসিনি। ওই মেয়েটা মরে গেল। কাল আমি পুড়ে মরতে চাই না।

প্রাইভেট ডিটেকটিভ/০১ ডিসেম্বর ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর