May 31, 2024, 1:27 am

সংবাদ শিরোনাম
রংপুর সিটির তিন মাথায় নির্মাণ শ্রমিকের মৃত্যু, ইউপি চেয়ারম্যান ও ভবন মালিকের যোগসাজসে গোপনে লাশ দাফন আদমদীঘির ধান শরিয়তপুরে উদ্ধার; গ্রেপ্তার-২ অবৈধভাবে চাঁদা উত্তোলনকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৬ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান এলাকা হতে গাঁজা ও বিদেশী পিস্তলসহ কুখ্যাত অস্ত্রধারী মাদক ব্যবসায়ী সাগর’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কায় চালকের মৃত্যু ঘূর্ণিঝড় রেমাল এর প্রভাবে উপকুলের সতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত কুড়িগ্রামে বেবী তরমুজের চাষে তিন মাসে আয় দেড় লাখ টাকা মাঝরাত্রে প্রবাসীর ঘরে ঢুকে স্ত্রীও মা কে ছুরি মেরে পালালো দুর্বৃত্তরা বগুড়ার শিবগঞ্জে জাতীয় অনলাইন প্রেসক্লাবের কমিটি গঠন: এমদাদুল আহবায়ক রবি সদস্য সচিব গাইবান্ধা প্রেসক্লাব’র কমিটি গঠিত

কিশোরগঞ্জে একইদিনে নারীসহ ৪ খুন

কিশোরগঞ্জে একইদিনে নারীসহ ৪ খুন

ডিটেকটিভ নিউজ ডেস্ক

কিশোরগঞ্জে একইদিনে পৃথক ঘটনায় ৪টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ, পাকুন্দিয়া, মিঠামইন ও সদর উপজেলায় নারীসহ ৪জন খুন হয়েছেন। গতকাল বুধবার সকালে পাকুন্দিয়ার চরটেকি, মিঠামইনের ঘাগড়া এবং দুপুরে সদর উপজেলার কর্শাকড়িয়াইল ইউনিয়নের দানাপাটুলি ও বিকেলে করিমগঞ্জ উপজেলার দক্ষিণ সুতারপাড়া গ্রামে ৪’টি হত্যাকান্ডের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, পুর্ব শত্রতার জের ধরে গতকাল বুধবার বিকেলে করিমগঞ্জ উপজেলার সুতারপাড়া ইউনিয়নের দক্ষিণ সুতারপাড়া গ্রামের মৃত আবদুল হামিদের পুত্র সুনাল মিয়া (৫০) কে একই এলাকার প্রতিপক্ষরা বল্লম দিয়ে আঘাত করলে গুরুতর আহত হয়। এলাকাবাসী সুনালকে হাসপাতালে নিয়ে আসার পথে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ৮জনকে গ্রেফতার করেছে। কিশোরগঞ্জ সদর উপজেলার কর্শাকড়িয়াইল ইউনিয়নের দানাপাটুলি গ্রামে দুপুরে পারিবারিক কলহের জের ধরে মেয়ের জামাতার ছুরিকাঘাতে শ^াশুরী হালিমা খাতুন (৪৫) গুরুতর আহত হয়। পরিবারের লোকজন জরুরীভিত্তিতে কিশোরগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক হালিমাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শাশুড়ির কোলে থাকা হাবিবুল ইসলামের তিন বছর বয়সী শিশু আনন্দ হোসেনও ছোরার আঘাতে রক্তাক্ত হয়। শিশু আনন্দকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় জনতার সহায়তায় ঘাতক মেয়ের জামাই হাবিবুল ইসলাম (২৫) কে আটক করে পুলিশ। ঘাতক হাবিবুল ইসলাম কিশোরগঞ্জ সদর উপজেলার দানাপাটুলী ইউনিয়নের মনোহরপুর গ্রামের মো. মৃত কালাম উদ্দিনের ছেলে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক জামাতাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। জমি নিয়ে বিরোধেরে জের ধরে গতকাল বুধবার সকালে পাকুন্দিয়া উপজেলার চরটেকি গ্রামের মৃত হারুনর রশীদের ছেলে মতি মিয়া তার বড় ভাই মুকুল মিয়াকে (৫৬) ছুরিকাঘাতে করে। আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ ঘাতক মতি মিয়াকে আটক করেছে। এদিকে হাওরবেষ্টিত মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের নয়াহাটি গ্রামে একটি রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ হলে একই এলাকার ধনু মিয়ার ছেলে শাহজাহান মিয়া (৬০) নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়েছে। এ ঘটনায় আরো অন্তত ১০ জন আহত হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ রিপোর্ট লিখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছিলো। সংশ্লিষ্ট থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share Button

     এ জাতীয় আরো খবর