-
- অপরাধ, সারাদেশে
- তাহিরপুর সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় কয়লা ও মদ আটক
- আপডেট সময় June, 20, 2019, 2:56 am
- 161 বার পড়া হয়েছে
প্রতিনিধি, তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত এলাকা থেকে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় মদ, চুনাপাথর ও কয়লা আটক করেছে বর্ডারগার্ট বিজিবি। যার বাজার মূল্য প্রায় আড়াই লাখ টাকা। বুধবার সকালে পৃথক অভিযান চালিয়ে তাহিরপুর সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ ভাবে চৌরাই পথে আসা এসব চৌরাই মালামাল আটক করে ২৮ বর্ডারগার্ট বিজিবি।বিজিবি সূত্রে জানা যায়, সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিন্যা¯’ লাউড়েরগড় বিজিবি ক্যাম্পের একটি টহল দল বাদাঘাট ইউনিয়নের দক্ষিণ মোকসেদপুর নামক ¯’ান থেকে ১০ বোতল ভারতীয় মদ আটক করে। একই সময়ে চারাগাও বিওপির অপর একটি টহল দল শ্রীপুর উত্তর ইউনিয়নের চারাগাও নামক ¯’ান থেকে ৯ হাজার কেজি ভারতীয় কয়লা ও মাঝহাটি নামক ¯’ান থেকে ১৮০ ঘন ফুট চুনা পাথর আটক করে। অপরদিকে ট্যাকেরঘাট বিওপির একটি টহল দল শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী বড়ছড়া নামক ¯’ান থেকে ৭ হাজার ২শ কেজি ভারতীয় কয়লা আটক করে।সুনামগঞ্জ-২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল মাকসুদুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্য্যালয়ে এবং চুনাপাথর ও কয়লা সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
প্রাইভেট ডিটেকটিভ/২০ জুন ২০১৯/ইকবাল
এ জাতীয় আরো খবর