রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান :
র্যাব-৫ এর হাতে গত ১৭ জুন ২০১৯ ইং তারিখ রাত্রি ২ ঘটিকার দিকে রাজশাহী জে
লার তানোর থানাধীনবুরুজঘাট কাচারিপাড়া গ্রামে অভিযান পরিচালনার সময় ২কেজি ৩০০গ্রাম হিরোইন ও নগত টাকাসহগ্রেফতারকৃত শীর্ষ মাদক ব্যবসায়ী মোঃ কাইয়ুম আলী মিঞা (৫১), পিতা- মৃত: রোস্তম আলী মিঞা, সাং-বুরুজঘাট কাচারি পাড়া, থানা- তানোর, জেলা- রাজশাহীকে তানোর থানা পুলিশের প্রহরায় কোর্টে নিয়েযাওয়া হচ্ছে।এ বিষয়ে তানোর থানার তদন্ত (ওসি) রাকিবুল হাসান বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্যনিয়ন্ত্রন আইনে মামলা রজু করা হয়েছে। তার প্রেক্ষিতেই মঙ্গলবার ১৮ জুন ২০১৯ ইং আসামী কাইয়ুম আলীমিঞাকে আমাদের তানোর থানা পুলিশের হেফাজতে রাজশাহী কোর্টে প্রেরন করা হয়েছে।
প্রাইভেট ডিটেকটিভ/১৮ জুন ২০১৯/ইকবাল