জগন্নাথপুর প্রতিনিধিঃ
গানের ছন্দে ছন্দে সুনামগঞ্জের জগন্নাথপুর মাতালেন দেশের প্রখ্যাত বাউল শিল্পীরা। গানের ছন্দে মাতোয়ারা হয়ে উঠেন ভক্তরা। এসব গান উপভোগ করতে দেশের বিভিন্ন স্থান থেকে আসা হাজার হাজার মানুষের সমাগম হয়।গত ১৫ জুন শনিবার রাতে জগন্নাথপুর পৌর ভবন প্রাঙ্গনে শাহ রুবেল সাউন্ড সিস্টেম এর উদ্বোধন ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থান থেকে আসা বাউল শিল্পীদের মিলন মেলা হয়। জগন্নাথপুর বাউল কল্যাণ পরিষদের সভাপতি শাহ আবদুল পরান এর সভাপতিত্বে এবং পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, সেলিম আহমদ ও ছাত্রনেতা রনিরাজের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক, যুক্তরাজ্য আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বজলুর রশীদ ভূইয়া প্রমূখ।এ সময় জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র-২ সুহেল আহমদ, পৌর কাউন্সিলর আবাব মিয়া, তাজিবুর রহমান, সিলেট বাউল কল্যাণ পরিষদ সভাপতি কামাল উদ্দিন রাসেল, জগন্নাথপুর বাজার সেক্রেটারি জাহির উদ্দিন, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, ব্যবসায়ী মকবুল হোসেন ভূইয়া, শ্যামল গোপ, সমাজকর্মী সাবুল মিয়া, জাকির হোসেন, শফিক মিয়া, আনছার মিয়া, আবদুস শহিদ সহ কয়েক হাজার জনতা উপস্থিত ছিলেন।এতে সংগীত পরিবেশন করেন বাউল শিল্পী ইকরাম উদ্দিন, রুংকি আক্তার, ঢপকি শারমীন, সংগীতা সুমা, নুর কাজল, অন্তরা ধর, সাবিনা আক্তার, সাব্বির আহমদ, পৌর কাউন্সিলর আবাব মিয়া প্রমূখ।
প্রাইভেট ডিটেকটিভ/১৮ জুন ২০১৯/ইকবাল