May 20, 2024, 7:45 am

সংবাদ শিরোনাম
শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে ১৯,৬০০ কেজি ভারতীয় চিনিসহ ০৩ জন গ্রেফতার উখিয়ায় রোহিঙ্গা শিবিরে অভিযানে ৪ আরসা সদস্য অস্ত্রসহ গ্রেফতার রাজধানীর ডেমরা এলাকা হতে আনুমানিক ছয় কোটি টাকা মূল্যমানের ৮৬০০ লিটার বিদেশী মদসহ ০৩ জন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ উলিপু‌রে পাঁচ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক কাউনিয়ায় (ব্লাস্ট) এর উদ্দোগে ধর্মীয় সম্প্রীতির উপরে আলোচনা সভা কুড়িগ্রামে ১ টাকায় ১০ টি পরিবেশ বান্ধব পাখা বিক্রি করছে ফুল জৈন্তাপুরে গভীর রাতে পুলিশের অভিযানে ৬১৫ বোতল মদ ৮ কেজী গাঁজা উদ্ধার রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকা হতে ডাকাতির প্রস্তুতিকালে ০৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ ক্ষেতলালে কলেজ প্রতিষ্ঠাতার মৃত্যু বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার্কেল হিসেবে সহকারী পুলিশ সুপার মোঃ মাসুদ রানার যোগদান

হামলার প্রতিবাদে ঢাবি ছাত্রীদের বিক্ষোভ

হামলার প্রতিবাদে ঢাবি ছাত্রীদের বিক্ষোভ

ডিটেকটিভ নিউজ ডেস্ক

কোটা সংস্কার আন্দোলনকারীদের গ্রেফতার ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছেন বিভিন্ন হলের ছাত্রীরা। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ পয়েন্টে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। এ সময় তাঁরা মিছিলে বাধা দেওয়ার অভিযোগ করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে মিছিলটি বের হয় ঢাবির রোকেয়া হল থেকে। শিক্ষার্থীরা মিছিল নিয়ে শামসুন্নাহার হলের দিকে যান। সেখানে ছাত্রীদের মিছিলে যোগ দেওয়ার কথা ছিল। ওই হলের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের এক ছাত্রী নাম প্রকাশ না করার শর্তে কাছে অভিযোগ করেন, হলের ছাত্রলীগ নেতৃত্ব ছাত্রীদের মিছিলে যোগ দিতে বাধা দেন। এ সময় একজন আন্দোলনকারী সেটি ভিডিও করলে তাঁর ফোন কেড়ে নেওয়া হয় এবং আইসিটি আইনে মামলার হুমকি দেওয়া হয়। একপর্যায়ে কবি সুফিয়া কামাল হলের ছাত্রীরা এসে মিছিলে যোগ দেন। তখন মিছিলটি টিএসসি দিয়ে গ্রন্থাগার, কলাভবন, সামাজিক বিজ্ঞান অনুষদ, সিনেট ভবন ঘুরে পুনরায় গ্রন্থাগারের সামনে গিয়ে শেষ হয়। শিক্ষার্থীরা মিছিলে ‘ক্যাম্পাসে হামলা কেনো, প্রশাসন জবাব দাও’, ‘এসো ভাই এসো বোন, গড়ে তুলি আন্দোলন’, ‘সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ ইত্যাদি স্লোগান দেন। মিছিলে অংশগ্রহণকারী ছাত্রীরা অভিযোগ করেন, এর কিছুক্ষণ পরে গ্রন্থাগারের সামনে এসে ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতারা অবস্থান নেন। এ সময় কেউ কেউ কটূক্তিমূলক কথা বলেন। পরে বিক্ষোভকারীরা আবার টিএসসিতে এসে সমাবেশ করেন। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জাকিয়া পারভিন বলেন, বিশ্ববিদ্যালয়ে আমরা ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হয়েছি। কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ হামলা করেছে। এখন পর্যন্ত তাদের কোনো বিচার হয়নি। আমরা নিরাপদ ক্যাম্পাস চাই। সেই দাবিতে এখানে এসেছি। এর আগে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা, মামলার প্রতিবাদ এবং ছাত্রীদের নিরাপত্তার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটি ছাত্রী হলে বিক্ষোভ হয়েছে। গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে রোকেয়া হলের শতাধিক ছাত্রী হলের মধ্যে প্রায় আধা ঘণ্টা বিক্ষোভ মিছিল করেন। ঘণ্টাখানেক পর পাশের শামসুন্নাহার হলেও শতাধিক ছাত্রী একই দাবিতে মিছিল করেন। রোকেয়া হলের আবাসিক ছাত্রী এবং বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী শ্রবণা শফিক দীপ্তি বলেন, কোটা সংস্কারের দাবিতে যারা আন্দোলন করছে তাদের ওপর হামলা হচ্ছে, তাদের জেলে নেওয়া হয়েছে, গুম করে দেওয়া হচ্ছে। এছাড়া শহীদ মিনারে ছাত্রীদের শ্লীলতাহানি করা হয়েছে। প্রেস ক্লাবে আমাদের শিক্ষকদের গতকাল (গত বুধবার) লাঞ্ছিত করা হয়েছে। নূর নামে যে ছেলেটা আন্দোলন করেছে ওর পরীক্ষা সামনে অথচ ও ক্যাম্পাসে আসতে পারছে না। মোটকথা শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আমাদের এই প্রতিবাদ। নাম না প্রকাশের অনুরোধ জানিয়ে শামসুন্নাহার হলের স্নাতকোত্তরের এক ছাত্রী বলেন, কয়েকজন মিছিল শুরু করলে বিভিন্ন রুম থেকে বেরিয়ে শতাধিক ছাত্রী আমাদের সাথে যোগ দেয়। শহীদ মিনারে কোটা সংস্কার আন্দোলনে আসা ছাত্রীদের সাথে দুর্ব্যবহার ও যে নিপীড়নের ঘটনা ঘটেছে সাধারণ ছাত্রী হিসেবে আমরা তার প্রতিবাদ জানিয়েছি।

Share Button

     এ জাতীয় আরো খবর