May 20, 2024, 6:39 am

সংবাদ শিরোনাম
শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে ১৯,৬০০ কেজি ভারতীয় চিনিসহ ০৩ জন গ্রেফতার উখিয়ায় রোহিঙ্গা শিবিরে অভিযানে ৪ আরসা সদস্য অস্ত্রসহ গ্রেফতার রাজধানীর ডেমরা এলাকা হতে আনুমানিক ছয় কোটি টাকা মূল্যমানের ৮৬০০ লিটার বিদেশী মদসহ ০৩ জন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ উলিপু‌রে পাঁচ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক কাউনিয়ায় (ব্লাস্ট) এর উদ্দোগে ধর্মীয় সম্প্রীতির উপরে আলোচনা সভা কুড়িগ্রামে ১ টাকায় ১০ টি পরিবেশ বান্ধব পাখা বিক্রি করছে ফুল জৈন্তাপুরে গভীর রাতে পুলিশের অভিযানে ৬১৫ বোতল মদ ৮ কেজী গাঁজা উদ্ধার রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকা হতে ডাকাতির প্রস্তুতিকালে ০৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ ক্ষেতলালে কলেজ প্রতিষ্ঠাতার মৃত্যু বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার্কেল হিসেবে সহকারী পুলিশ সুপার মোঃ মাসুদ রানার যোগদান

প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্বে দেশের উন্নয়ন বিশ্বে ব্যাপক সুনাম অর্জন করেছে : পররাষ্টমন্ত্রী

প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্বে দেশের উন্নয়ন বিশ্বে ব্যাপক সুনাম অর্জন করেছে : পররাষ্টমন্ত্রী

ডিটেকটিভ নিউজ ডেস্ক

দিনাজপুরের চিরিরবন্দরে ৩১ বার তোপ ধ্বনি, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন পূর্বক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণসহ শহীদ মিনারে পুষ্পার্ঘ প্রদান করে ৪৬ তম মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। গত শনিবার সকাল সাড়ে ৯ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে চিরিরবন্দর মডেল পাইলট উচ্চবিদ্যালয় মাঠে কুজকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এম পি বলেন প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্বে দেশের উন্নয়ন বিশ্বে ব্যাপক সুনাম অর্জন করেছে। কোন সন্ত্রাসী সংগঠন এদেশের সুনাম ও উন্নয়নের অগ্রযাত্রাকে বাধাগস্থ করতে পারবেনা। প্রধান অতিথি আরো বলেন, বঙ্গবন্ধু সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়নে কাজ শুরু করেছিলেন, একাত্তরের পরাজিত শক্তির দোসররা সেই স্বপ্নকে নস্যাৎ করতে বঙ্গবন্ধুকে হত্যা করে দেশের উন্নয়ন থামিয়ে দিয়েছিল, কিন্তু তার যোগ্য উত্তরসূরী জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে দেশ মধ্যম আয়ের ও ডিজিটাল বাংলাদেশ বির্নিমানে এগিয়ে চলেছে। এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল দেশ-মাতৃকার যুদ্ধে ও সকল গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, আগামি জাতীয় নির্বাচনসহ সকল স্থানীয় সরকার নির্বাচনে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির হাতকে বিজয়ী করে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন মডেল বাস্তবায়ন করতে সকলকে ঝাঁপিয়ে পড়তে হবে। কুজকাওয়াজের সালাম ও অভিবাদন গ্রহন করেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এম পি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম রব্বানী ও চিরিরবন্দর থানার কর্মকর্তা ইনচার্জ মোঃ হারেসুল ইসলাম। কুজকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠান শেষে ক্রীড়া ও শিল্পকলা একাডেমির পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়াও প্রধান অতিথি বঙ্গবন্ধু হলে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সভায় ও রাণীরবন্দরে নশরতপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স এর ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ আয়ুবর রহমান শাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম রব্বানী, মহিলা ভাইস চেয়ারম্যান তরুবালা রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মনজুরুল হক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আজিমদ্দিন গোলাপ, ছাত্রলীগ সম্পাদক সিফাত শাহ প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপজেলার সকল সরকারী কর্মকর্তা ও মুক্তিযোদ্ধাগণ ছাড়াও আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share Button

     এ জাতীয় আরো খবর