May 30, 2024, 9:51 pm

সংবাদ শিরোনাম
রংপুর সিটির তিন মাথায় নির্মাণ শ্রমিকের মৃত্যু, ইউপি চেয়ারম্যান ও ভবন মালিকের যোগসাজসে গোপনে লাশ দাফন আদমদীঘির ধান শরিয়তপুরে উদ্ধার; গ্রেপ্তার-২ অবৈধভাবে চাঁদা উত্তোলনকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৬ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান এলাকা হতে গাঁজা ও বিদেশী পিস্তলসহ কুখ্যাত অস্ত্রধারী মাদক ব্যবসায়ী সাগর’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কায় চালকের মৃত্যু ঘূর্ণিঝড় রেমাল এর প্রভাবে উপকুলের সতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত কুড়িগ্রামে বেবী তরমুজের চাষে তিন মাসে আয় দেড় লাখ টাকা মাঝরাত্রে প্রবাসীর ঘরে ঢুকে স্ত্রীও মা কে ছুরি মেরে পালালো দুর্বৃত্তরা বগুড়ার শিবগঞ্জে জাতীয় অনলাইন প্রেসক্লাবের কমিটি গঠন: এমদাদুল আহবায়ক রবি সদস্য সচিব গাইবান্ধা প্রেসক্লাব’র কমিটি গঠিত

গুগল ব্যবহারকারীদের ‘বিশ্বাসভঙ্গ’ করেছে

গুগল ব্যবহারকারীদের ‘বিশ্বাসভঙ্গ’ করেছে

ডিটেকটিভ প্রযুক্তি ডেস্ক

ব্যবহারকারীদের ব্যক্তিগত ডেটা সংগ্রহের অভিযোগে গুগলের বিরুদ্ধে একটি ক্লাস অ্যাকশন মামলা আনা হয়েছে। এর ফলে মার্কিন ওয়েব জায়ান্টটিকে যুক্তরাজ্যের ৫০ লাখেরও বেশি মানুষকে ক্ষতিপূরণ দেওয়া লাগতে পারে।

যুক্তরাজ্যের ভোক্তা অধিকার কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক রিচার্ড লয়েড-এর নেতৃত্বে আর আইনি প্রতিষ্ঠান মিশকন ডে রেয়া’র পরামর্শে একটি দল দাবি করেছে, ২০১১ সালের জুন থেকে ২০১২ সালের ফেব্রুয়ারি পর্যন্ত আইফোনের প্রাইভেসি ডিফল্ট সেটিংস এড়িয়ে বেআইনিভাবে গুগল গ্রাহকদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেছে। এ কারণে আক্রান্তদের জন্য ক্ষতিপূরণ আদায়ের লক্ষ্যে আইনি পদক্ষেপ নিয়েছে দলটি। দলটির নাম দেওয়া হয়েছে ‘গুগল ইউ ও আস (এড়ড়মষব ণড়ঁ ঙবি টং)’, বাংলা করলে যার অর্থ দাঁড়ায়- ‘গুগল তুমি আমাদের কাছে ঋণী’। দলটির দাবি, ওই সময়সীমার মধ্যে ব্রিটেনের আনুমানিক ৫৪ লাখ মানুষ আইফোন ব্যবহার করেছেন আর তাদেরকেই এই ক্ষতিপূরণ দেওয়া যেতে পারে।

ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান-এর প্রতিবেদনে বলা হয়, গুগল যুক্তরাজ্যে আইফোন ব্যবহারকারীদের ‘বিশ্বাসভঙ্গের’ মাধ্যমে ডেটা সুরক্ষা আইনের নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত হয়েছে।

লয়েড বলেন, এই মামলার দৃষ্টান্ত নজিরবিহীন আর এটি ‘আমার জীবনের অন্যতম বড় লড়াই’-এর প্রতিনিধিত্ব করছে। তিনি বলেন, “আমি বিশ্বাস করি গুগল আইনের বিরুদ্ধে কাজ করেছে। তাদের এই কাজ লাখো মানুষকে আক্রান্ত করেছে আর আমরা আদালতকে এই বড় বিশ্বাস লঙ্ঘনের প্রতিকার আনতে আহ্বান জানাবো।”

“এর মাধ্যমে আমরা গুগল আর সিলিকন ভ্যালির অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে একটি শক্তিশালী বার্তা দেব যে আমরা আমাদের আইন লঙ্ঘন হলে তা নিয়ে লড়াইয়ে ভীত নই।”

এ দিকে গুগলের এক মুখপাত্র বলে, “এমন ঘটনা আমাদের জন্য নতুন নয়। আমরা আগেও এ ধরনের মামলা ঠেকিয়েছি। এর কোনো যোগ্যতা আছে বলে আমরা বিশ্বাস করি না, আর আমরা এটি নিয়ে লড়াই করবো।”

Share Button

     এ জাতীয় আরো খবর