May 30, 2024, 9:24 am

সংবাদ শিরোনাম
রংপুর সিটির তিন মাথায় নির্মাণ শ্রমিকের মৃত্যু, ইউপি চেয়ারম্যান ও ভবন মালিকের যোগসাজসে গোপনে লাশ দাফন আদমদীঘির ধান শরিয়তপুরে উদ্ধার; গ্রেপ্তার-২ অবৈধভাবে চাঁদা উত্তোলনকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৬ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান এলাকা হতে গাঁজা ও বিদেশী পিস্তলসহ কুখ্যাত অস্ত্রধারী মাদক ব্যবসায়ী সাগর’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কায় চালকের মৃত্যু ঘূর্ণিঝড় রেমাল এর প্রভাবে উপকুলের সতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত কুড়িগ্রামে বেবী তরমুজের চাষে তিন মাসে আয় দেড় লাখ টাকা মাঝরাত্রে প্রবাসীর ঘরে ঢুকে স্ত্রীও মা কে ছুরি মেরে পালালো দুর্বৃত্তরা বগুড়ার শিবগঞ্জে জাতীয় অনলাইন প্রেসক্লাবের কমিটি গঠন: এমদাদুল আহবায়ক রবি সদস্য সচিব গাইবান্ধা প্রেসক্লাব’র কমিটি গঠিত

গাজায় ইসরাইলি বাহিনীর গুলিতে আহত ১৩৪ ফিলিস্তিনি নারী বিক্ষোভকারী

গাজায় ইসরাইলি বাহিনীর গুলিতে আহত ১৩৪ ফিলিস্তিনি নারী বিক্ষোভকারী

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইল সংলগ্ন সীমান্তে ইসরাইলি বাহিনীর গুলিতে আহত হয়েছেন অন্তত ১৩৪ ফিলিস্তিনি নারী বিক্ষোভকারী। মার্চ মাসের ৩০ তারিখ থেকে শুরু হওয়া ‘গ্রেট মার্চ অফ রিটার্নের’ অংশ হিসেবে এই বিক্ষোভ করছেন ফিলিস্তিনি নারীরা। ৩০ মার্চ থেকে শুরু হওয়ার পর এই প্রথম নারীরা সংঘবদ্ধ হয়ে বিক্ষোভে নেমেছেন। খবর আল জাজিরার। গত মঙ্গলবার গাজা’র স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদ্র এই বিক্ষোভ সমাবেশ নিয়ে একটি বিবৃতি দেন। বিবৃতিতে বলা হয়, বিক্ষোভকারীদের পাশাপাশি এই সমাবেশে দায়িত্বরত গণমাধ্যমকর্মীরাও আহত হয়েছেন।

প্রসঙ্গত, ৩০ মার্চ থেকে ইসরাইলে নিজের পূর্বপুরুষের ভূমিতে ফিরে যাওয়ার দাবি জানিয়ে গাহায় ইসরাইল সংলগ্ন সীমান্তে টানা বিক্ষোভ করে আসছে ফিলিস্তিনিরা। ১৯৪৮ সালে তাদের পূর্বপুরুষদের নিজ ভূমি থেকে জোর করে বের দেয় ইসরাইল। ইসরাইলে ফিরে যাওয়ার দাবি ছাড়াও গাজার ওপর ইসরাইল ও মিসরের আকাশপথ, জলপথ ও স্থলপথে আরোপ করা অবরোধের বিরুদ্ধেও বিক্ষোভ করছে ফিলিস্তিনিরা। ২০০৬ সাল থেকে এই অবরোধ জারি রয়েছে। গাজায় হামাস ক্ষমতায় আসার পরপরই এই অবরোধ জারি করা হয়।

আল জাজিরা জানায়, গত মঙ্গলবার বিভিন্ন জায়গা থেকে বাসে করে দলে দলে বিক্ষোভস্থলে এসে পৌঁছায় নারীরা। অনেকের সঙ্গে তাদের সন্তানও রয়েছে। তারা ইসরাইলের সুরক্ষিত সীমান্ত বেষ্টনী থেকে ৫০ মিটার দূর দিয়ে বিক্ষোভ করেছে। বিক্ষোভে অংশ নেওয়া একজন নারী হচ্ছেন রিম আবু ইরমানা। গ্রেট মার্চ অফ রিটার্নে অংশ নিয়ে পূর্বে তার ১৫ বছর বয়সী মেয়ে, ওয়াসাল মারা গেছে। তিনি বলেন, আমার মেয়ে যে পদযাত্রা শুরু করেছিল, আমি সেটা শেষ করতে এসেছি।

ইরমানা বলেন, এই সমাবেশগুলো শান্তিপূর্ণ। আমরা কেবল আমাদের অধিকার ও ভূমি রক্ষা করছি।

উল্লেখ্য, ৩০ মার্চ থেকে এখন পর্যন্ত বিক্ষোভে প্রাণ হারিয়েছে ১৩৮ ফিলিস্তিনি।

Share Button

     এ জাতীয় আরো খবর