মৌলভীবাজার র্যাবের হাতে ইয়াবাসহ আটক-২
মশাহিদ আহমদ, মৌলভীবাজার
মৌলভীবাজার সদর এলাকা থেকে গত রোববার দুপুরে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র্যাব) সদস্যরা সরকার বাজার সংলগ্ন মানিক মিয়ার বাড়ির উত্তর পাশে অভিযান চালিয়ে মৌলভীবাজার জেলার সদর উপজেলার বাদেফতেপুর গ্রামের মানিক মিয়ার ছেলে মো. শাহিন মিয়া(৪১), অপর জন একই গ্রামের আব্দুল আহাদের ছেলে মো. রাজু আহমদ (২৬) বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে। এ সময় তাদের দেহ তল্লাশী করে ৩শত ৬৫ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। যার বর্তমান বাজার মূল্য ১লাখ ৪৬হাজার টাকা। আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, এইসব ইয়াবা তাদের নিকট মজুদ রাখে। পরে সুযোগ বুঝে গঠিত নেটওয়ার্কের মাধ্যমে বিভিন্ন স্থানে বিক্রি করে থাকে। উদ্ধারকৃত ইয়াবা ও আসামীদের মৌলভীবাজারের সদর থানায় সোর্পদ করা হয়েছে।