December 26, 2024, 10:49 pm

সংবাদ শিরোনাম
প্রবাসীকে হয়রানির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে প্রবাসীকে হয়রানির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে বেনাপোল স্থলবন্দর হ্যাল্ডিং শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনে নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ঝিকরগাছা উপজেলায় যুব অধিকার পরিষদের কমিটি ঘোষণা শার্শার উলশী ইউনিয়ন ভিত্তিক ৬ষ্ঠ হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত ১১ বছর পর দেশে ফিরলেন যুক্তরাজ্য বিএনপির আইন সম্পাদক লিয়াকত সাজাভোগের শেষে ভারত থেকে দেশে ফিরলো ২৬ বাংলাদেশি পুরুষ -নারী বেনাপোল থেকে শুভ উদ্বোধন হলো রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের নবজাতককে পাওয়া গেল রাস্তার পাশে ঢাকা সিটির সাংবাদিকদের নিয়প আলোচনা সভা

বরিশালে ধর্ষণে ব্যর্থ হয়ে গৃহবধূকে কুপিয়ে জখম

বরিশালে ধর্ষণে ব্যর্থ হয়ে গৃহবধূকে কুপিয়ে জখম

ডিটেকটিভ নিউজ ডেস্ক           

 

বরিশলের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের পশ্চিম ধামুরা গ্রামের এক ভ্যান চালকের স্ত্রীকে (৩০) ধর্ষণে ব্যর্থ হয়ে গত সোমবার সন্ধ্যায় কুপিয়ে গুরুত্বর জখম করা হয়েছে। মুমূর্ষ অবস্থায় ওইদিন রাতেই আহতকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় গতকাল মঙ্গলবার সকালে থানায় মামলা দায়ের করা হয়েছে। আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, পশ্চিম ধামুড়া গ্রামের ওই গৃহবধূকে দীর্ঘদিন থেকে একই বাড়ির মৃত সোবাহান সিকদারের পুত্র ধামুড়া ডিগ্রি কলেজের নৈশ প্রহরী মিজানুর রহমান (৪৫) বিভিন্ন ধরনের কু-প্রস্তাব দিয়ে আসছিলো। তারই ধারাবাহিকতায় গত সোমবার সন্ধ্যায় ওই গৃহবধূকে নিজঘরে একাকী পেয়ে মিজান তাকে ঝাপটে ধরে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ওই গৃহবধূ চিৎকার শুরু করায় লম্পট মিজান তাকে ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুত্বর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত জখম অবস্থায় গৃহবধূকে উদ্ধার করে প্রথেমে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই ওই গৃহবধূকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। আহত গৃহবধূর মা মিনারা বেগম জানান, এ ঘটনায় তিনি বাদি হয়ে মিজানুর রহমানকে আসামি করে গতকাল মঙ্গলবার সকালে উজিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। থানার ওসি গোলাম সরোয়ার জানান, অভিযুক্ত আসামিকে গ্রেফতারের চেষ।টা চলছে।

Share Button

     এ জাতীয় আরো খবর