December 11, 2024, 12:19 am

সংবাদ শিরোনাম
জয়পুরহাটে পুলিশ পরিচয়ে বীজ হিমাগারে দুর্ধর্ষ ডাকাতি উজিরপুরে চাঞ্চল্যকর জোড়া হত্যা মামলার অন্যতম দুই আসামি গ্রেফতার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুয়াকাটা পৌর যুবদলের তিন নেতা বহিষ্কার আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ্য ও রোকেয়া দিবস পালিত বোরহানউদ্দিনে বেগম রোকেয়া দিবস ২০২৪ পালিত’ সম্মাননা পেলেন ৫ জয়িতা হাকিমপুরে শিক্ষার্থী হত্যা মামলায় ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আটক সিংড়ায় সৎ মেয়েকে কুপিয়ে হত্যা সহিদ আলী’র পিতার জানাযা নামাজ ও দাফন সম্পন্ন ওসমানীনগরে অর্থনৈতিক শুমারি প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠান ও আলোচনা সভা হবিগঞ্জের ৪ গ্রামের মধ্যে সংঘর্ষ, পুলিশসহ আহত শতাধিক

বরিশালে ধর্ষণে ব্যর্থ হয়ে গৃহবধূকে কুপিয়ে জখম

বরিশালে ধর্ষণে ব্যর্থ হয়ে গৃহবধূকে কুপিয়ে জখম

ডিটেকটিভ নিউজ ডেস্ক           

 

বরিশলের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের পশ্চিম ধামুরা গ্রামের এক ভ্যান চালকের স্ত্রীকে (৩০) ধর্ষণে ব্যর্থ হয়ে গত সোমবার সন্ধ্যায় কুপিয়ে গুরুত্বর জখম করা হয়েছে। মুমূর্ষ অবস্থায় ওইদিন রাতেই আহতকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় গতকাল মঙ্গলবার সকালে থানায় মামলা দায়ের করা হয়েছে। আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, পশ্চিম ধামুড়া গ্রামের ওই গৃহবধূকে দীর্ঘদিন থেকে একই বাড়ির মৃত সোবাহান সিকদারের পুত্র ধামুড়া ডিগ্রি কলেজের নৈশ প্রহরী মিজানুর রহমান (৪৫) বিভিন্ন ধরনের কু-প্রস্তাব দিয়ে আসছিলো। তারই ধারাবাহিকতায় গত সোমবার সন্ধ্যায় ওই গৃহবধূকে নিজঘরে একাকী পেয়ে মিজান তাকে ঝাপটে ধরে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ওই গৃহবধূ চিৎকার শুরু করায় লম্পট মিজান তাকে ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুত্বর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত জখম অবস্থায় গৃহবধূকে উদ্ধার করে প্রথেমে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই ওই গৃহবধূকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। আহত গৃহবধূর মা মিনারা বেগম জানান, এ ঘটনায় তিনি বাদি হয়ে মিজানুর রহমানকে আসামি করে গতকাল মঙ্গলবার সকালে উজিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। থানার ওসি গোলাম সরোয়ার জানান, অভিযুক্ত আসামিকে গ্রেফতারের চেষ।টা চলছে।

Share Button

     এ জাতীয় আরো খবর