July 27, 2024, 1:08 pm

সংবাদ শিরোনাম
বোরহানউদ্দিন থানা পুলিশের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ যুবক আটক পার্বতীপুরে নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাই চেয়ারম্যানদ্বয়ের সংবর্ধনা রাজধানীর নিউমার্কেট এলাকা হতে জাল সার্টিফিকেট ও জাল সার্টিফিকেট তৈরীর সরঞ্জামাদিসহ ০২ জন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ র‌্যাব-১০ এর অভিযানে মুন্সীগঞ্জের লৌহজং এলাকা হতে ইয়াবাসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার কক্সবাজারে ভারী বৃষ্টিপাত পাহাড় ধ্বসে নারী-শিশু নিহত পীরগঞ্জে মসজিদের দোহাই সরকারি খাস জমির গাছ কর্তন পার্বতীপুরে বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক হোসেন এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন দারুসসালাম লাফনাউট মাদ্রাসার দস্তারবন্দী নিবন্ধন ফরম বিতরণ শুরু পীরগঞ্জে নিখোঁজের একদিন পর শিশু’র লাশ উদ্ধার মাদক মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত দীর্ঘদিন পলাতক আসামী আলাউদ্দিন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

কুলাউড়ায় পুলিশের বিরুদ্ধে চাঁদা নেয়ার অভিযোগ

কুলাউড়ায় পুলিশের বিরুদ্ধে চাঁদা নেয়ার অভিযোগ
মশাহিদ আহমদ, মৌলভীবাজার

কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রাজনগর বাজারের ব্যবসায়ী জুনেদ মিয়ার দোকানে তল্লাশীর নামে হয়রানী করে গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সোর্সের মাধ্যমে ১০ হাজার টাকা চাঁদা নেয়ার অভিযোগ উঠেছে কুলাউড়া থানার এক এসআই’র বিরুদ্ধে। স্থানীয় লোকজন জানান- ব্যবসায়ী জুনেদ আহমদের ব্যবসা প্রতিষ্ঠানে ভারতীয় বিড়ি বিক্রি করা হয় এমন অভিযোগে দোকানে তল্লাশি চালায় কুলাউড়া থানার এসআই আব্দুল খালেক। দীর্ঘ সময়  তার দোকানে তল্লাশী করে বিড়ি বা অবৈধ কিছু পায়নি পুলিশ। পরে এলাকার রুশন আহমদ পুলিশকে দেয়ার কথা বলে ব্যবসায়ীর কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে। পুলিশি হয়রানীর ভয়ে ব্যবসায়ী জুনেদ আহমদ সোর্সের কাছে ১০ হাজার টাকা দেয় পুলিশকে দেয়ার জন্য। ব্যবসায়ী জুনেদ আহমদ জানান, এসআই আব্দুল খালেককে তার দোকানে কোন বিড়ি নাই, তিনি এসব বিড়ি বিক্রিও করেন না বলে জানান। তল্লাশীর পর সোর্স রুশন আহমদ অফিসারকে দেখিয়ে ১০ হাজার দেয়ার জন্য বলেন। অন্যথায় যে কোন মামলায় পুলিশ তাকে জেলে ঢুকিয়ে দেয়ার ভয় দেখায়। জেল-জুলুম ও আত্মসম্মানের ভয়ে ব্যবসায়ী জুনেদ সোর্স রুশনের কাছে ১০ হাজার টাকা দেয় উক্ত পুলিশ অফিসারকে দেয়ার জন্য।

Share Button

     এ জাতীয় আরো খবর