December 11, 2024, 12:08 am

সংবাদ শিরোনাম
জয়পুরহাটে পুলিশ পরিচয়ে বীজ হিমাগারে দুর্ধর্ষ ডাকাতি উজিরপুরে চাঞ্চল্যকর জোড়া হত্যা মামলার অন্যতম দুই আসামি গ্রেফতার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুয়াকাটা পৌর যুবদলের তিন নেতা বহিষ্কার আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ্য ও রোকেয়া দিবস পালিত বোরহানউদ্দিনে বেগম রোকেয়া দিবস ২০২৪ পালিত’ সম্মাননা পেলেন ৫ জয়িতা হাকিমপুরে শিক্ষার্থী হত্যা মামলায় ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আটক সিংড়ায় সৎ মেয়েকে কুপিয়ে হত্যা সহিদ আলী’র পিতার জানাযা নামাজ ও দাফন সম্পন্ন ওসমানীনগরে অর্থনৈতিক শুমারি প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠান ও আলোচনা সভা হবিগঞ্জের ৪ গ্রামের মধ্যে সংঘর্ষ, পুলিশসহ আহত শতাধিক

কুলাউড়ায় পুলিশের বিরুদ্ধে চাঁদা নেয়ার অভিযোগ

কুলাউড়ায় পুলিশের বিরুদ্ধে চাঁদা নেয়ার অভিযোগ
মশাহিদ আহমদ, মৌলভীবাজার

কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রাজনগর বাজারের ব্যবসায়ী জুনেদ মিয়ার দোকানে তল্লাশীর নামে হয়রানী করে গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সোর্সের মাধ্যমে ১০ হাজার টাকা চাঁদা নেয়ার অভিযোগ উঠেছে কুলাউড়া থানার এক এসআই’র বিরুদ্ধে। স্থানীয় লোকজন জানান- ব্যবসায়ী জুনেদ আহমদের ব্যবসা প্রতিষ্ঠানে ভারতীয় বিড়ি বিক্রি করা হয় এমন অভিযোগে দোকানে তল্লাশি চালায় কুলাউড়া থানার এসআই আব্দুল খালেক। দীর্ঘ সময়  তার দোকানে তল্লাশী করে বিড়ি বা অবৈধ কিছু পায়নি পুলিশ। পরে এলাকার রুশন আহমদ পুলিশকে দেয়ার কথা বলে ব্যবসায়ীর কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে। পুলিশি হয়রানীর ভয়ে ব্যবসায়ী জুনেদ আহমদ সোর্সের কাছে ১০ হাজার টাকা দেয় পুলিশকে দেয়ার জন্য। ব্যবসায়ী জুনেদ আহমদ জানান, এসআই আব্দুল খালেককে তার দোকানে কোন বিড়ি নাই, তিনি এসব বিড়ি বিক্রিও করেন না বলে জানান। তল্লাশীর পর সোর্স রুশন আহমদ অফিসারকে দেখিয়ে ১০ হাজার দেয়ার জন্য বলেন। অন্যথায় যে কোন মামলায় পুলিশ তাকে জেলে ঢুকিয়ে দেয়ার ভয় দেখায়। জেল-জুলুম ও আত্মসম্মানের ভয়ে ব্যবসায়ী জুনেদ সোর্স রুশনের কাছে ১০ হাজার টাকা দেয় উক্ত পুলিশ অফিসারকে দেয়ার জন্য।

Share Button

     এ জাতীয় আরো খবর