December 2, 2024, 2:20 am

সংবাদ শিরোনাম
৩ আগস্ট মৌলভীবাজারে কর্মসূচি ছিল না, এদিনের ঘটনায়ও মামলা! যশোরে বাংলাদেশ ক্যাডেট সেফটি ফাউন্ডেশনের শুভ উদ্ভোদন ফুলছড়া চা বাগান মাঠে গারোদের ঐতিহ্যবাহী অনুষ্ঠান ওয়ানগালা উৎসব পালিত নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল ইংল্যান্ড মৌলভীবাজারে সাধারণ মানুষের মধ্যে মামলা ভীতি : স্বস্তির বদলে আতঙ্ক কালিয়াকৈর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে কারওয়ান বাজার থেকে সাংবাদিক মুন্নী সাহাকে গ্রেপ্তার কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা অফিসে থাকা-খাওয়ার সুব্যবস্থা রয়েছে সার্বভৌমত্ব-সরকারের নিরাপত্তা ও গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে বর্তমান সরকারকে শক্তিশালী না করলে দেশবাসী নিরাপত্তাহীনতা ভুগবে .লে. কর্ণেল (অব.) খন্দকার ফরিদুল আকবর নবী সা. এর সীরাত-ই আমাদের জীবনের পাথেয়: শায়খুল হাদীস আতাউর রহমান

বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট পেকুয়ায় চ্যাম্পিয়ন সোনালী বাজার একাদশ

জালাল উদ্দিন পেকুয়া প্রতিনিধিঃ

পেকুয়ায় বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে

প্রতিকি ছবি

সোনালীবাজার হাজী আবুল কালাম পাওয়ার একাদশ। টুর্নামেন্টের শিরোপা নির্ধারনী ম্যাচে তারা উত্তর মগনামা শরতঘোনা ইয়াং স্টার ক্লাবকে পরাজিত করেছে। ২২ নভেম্বর (বৃহস্পতিবার) টুর্নামেন্টের সর্বশেষ ফাইনাল ম্যাচ অনুষ্টিত হয়। তীব্র উত্তেজনাপূর্ন প্রতিদ্বন্দী ফুটবল ফাইনাল ম্যাচে দু’শক্তিশালী দল মাঠে নামে। ১-০ গোলে সোনালী বাজার হাজী আবুল কালাম পাওয়ার একাদশ জয়ী হয়ে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে। ওই দিন বিকেলে উপজেলার মগনামা ইউনিয়নের পূর্ব মটকাভাঙ্গা উম্মুক্ত মাঠে বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ট্রফি নির্ধারনী চুড়ান্ত পর্বের ফাইনাল ম্যাচ অনুষ্টিত হয়। খেলায় দুই শক্তিশালী দল মাঠে নামে। এ সময় সোনালী বাজার হাজী আবুল কালাম একাদশ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি লাভ করে। ওই দিন হাজার হাজার দর্শকের করতালিতে তীব্র প্রতিদ্বন্ধিতাপূর্ন ম্যাচ মাঠে গড়ায়। মাঠের একদিকে অংশ নেয় উত্তর মগনামা শরত ঘোনা ইয়াং স্পোটিং ক্লাব। অপরদিকে মটকাভাঙ্গা সোনালী বাজার হাজী আবুল কালাম একাদশ মোকাবেলা করে। বিকেল ৪ টার দিকে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্টিত হয়েছে। প্রথমার্ধে কোন দলই জয়সুচক গোল করতে পারে নি। মধ্যাহ্ন বিরতির পর দ্বিতীয়ার্ধে ১-০ গোলে এগিয়ে যায় হাজী কালাম একাদশ। বিজয়ী দলের আক্রমণ ভাগের ১১ নং জার্সি পরিহিত খেলোয়াড় হাসান বল নিয়ে প্রতিপক্ষের রক্ষনভাগে ঢুকে যায়। এ সময় প্রচন্ড জোরালো সটে প্রতিপক্ষের জালে জড়ায়। দ্বিতীয়ার্ধের ১৬ মিনিটে কালাম একাদশ গোল করে। খেলার প্রথমার্ধে আক্রমন ও পাল্টা আক্রমন হয়েছে। নান্দনিক ফুটবল শৈলী দেখতে ক্রীড়া মোদী দর্শকরা বিকেলের দিকে মটকাভাঙ্গা মাঠে জড়ো হয়। ফাইনাল ম্যাচ উপভোগ করতে বিপুল দর্শক মাঠে জড়ো হয়। এ সময় করতালির মুখরিতে ফাইনাল ম্যাচকে উপভোগ্য করে। বিকেলে চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফি বিতরন করা হয়েছে। মটকাভাঙ্গার সমাজ সেবক প্রবাসী হাজী রফিকুল ইসলাম টুর্নামেন্টের ট্রফি খেলোয়াড়দের হাতে তুলে দেয়। এ সময় প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান শরাফত উল্লাহ ওয়াসিম, বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য নুরুল আজিম, উপজেলা যুবলীগ নেতা সাংবাদিক নাজিম উদ্দিন, সাংবাদিক মুহাম্মদ হাসেম, সাংবাদিক জালাল উদ্দিন, তারেকুল ইসলাম, জয়নাল আবদীন, হোসাইন মোহাম্মদ বাদশা, মামুনুর রশিদ। সোনালী বাজার বনিক সমিতির নেতা নুরুল আবছার, কামাল হোসেন, ব্যবসায়ী মাঈন উদ্দিন, , ব্যবসায়ী শাহাব উদ্দিন, ব্যবসায়ী জয়নাল আবদীন, মনজুর আলম, ছৈয়দ, নেজাম, কবির হোসেন প্রমুখ। মটকাভাঙ্গা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে। উপজেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া ওই টুর্নামেন্টের উদ্যোক্তা ও প্রধান পৃষ্টপোষক। তার প্রেরনায় এ টুর্নামেন্টের ওই দিন চুড়ান্ত পরিসমাপ্তি হয়েছে। খেলা ধারা বিবরনী দেন আবদু রশিদ।

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২২ নভেম্বর ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর