December 2, 2024, 1:54 am

সংবাদ শিরোনাম
৩ আগস্ট মৌলভীবাজারে কর্মসূচি ছিল না, এদিনের ঘটনায়ও মামলা! যশোরে বাংলাদেশ ক্যাডেট সেফটি ফাউন্ডেশনের শুভ উদ্ভোদন ফুলছড়া চা বাগান মাঠে গারোদের ঐতিহ্যবাহী অনুষ্ঠান ওয়ানগালা উৎসব পালিত নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল ইংল্যান্ড মৌলভীবাজারে সাধারণ মানুষের মধ্যে মামলা ভীতি : স্বস্তির বদলে আতঙ্ক কালিয়াকৈর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে কারওয়ান বাজার থেকে সাংবাদিক মুন্নী সাহাকে গ্রেপ্তার কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা অফিসে থাকা-খাওয়ার সুব্যবস্থা রয়েছে সার্বভৌমত্ব-সরকারের নিরাপত্তা ও গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে বর্তমান সরকারকে শক্তিশালী না করলে দেশবাসী নিরাপত্তাহীনতা ভুগবে .লে. কর্ণেল (অব.) খন্দকার ফরিদুল আকবর নবী সা. এর সীরাত-ই আমাদের জীবনের পাথেয়: শায়খুল হাদীস আতাউর রহমান

এমপি ২’র ভাতিজা পরিচয়ে নাম ভাঙিয়ে প্রকাশ্য দিবালোকে আবাদী জমির মাটি ভাটায় বিক্রি করছে রঘুনাথপুরের আসাদ

রঘুনাথপুর থেকে ফিরে সজীব আকবর ঃ
 দামুড়হুদা উপজেলার রঘুনাথপুরের আসাদ নামক ব্যক্তি এমপি ২ এর ভাতিজা বলে

প্রতিকি ছবি

নাম ভাঙ্গিয়ে প্রকাশ্যদিবালোকে আবাদী জমির স্বর্ণালী মাটি বিভিন্ন ভাটাসহ এমপি ২ এর ভাটাতে বিক্রি করছেন বলে স্বীকার করেছেন।বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য তিনবার   আলী আজগার টগর এমপির নাম্বারে কল করা হলে, অপরিচিতা জনৈকা লেডি(সম্ভবত উনার পিএস) রং নাম্বার বলে কেটে দেন। বিষয়টি ওভার শিওর হওয়ার জন্য ” ট্রুকলার এবং আইকন সফটওয়্যার ” দিয়ে ঐ নাম্বারে পূণর্বার কল করা এমপি আলী আজগার টগরের নাম ও ছবি ভেসে উঠে। কিন্তু কেনো যে রং নাম্বার বললেন, বুঝলাম না।

পাঠক দর্শক  আপনারা যদি কিছু অনুমান করতে পারেন জানাবেন।
প্রাইভেট ডিটেকটিভ/২২ নভেম্বর ২০১৮/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর