নাম ভাঙ্গিয়ে প্রকাশ্যদিবালোকে আবাদী জমির স্বর্ণালী মাটি বিভিন্ন ভাটাসহ এমপি ২ এর ভাটাতে বিক্রি করছেন বলে স্বীকার করেছেন।বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য তিনবার আলী আজগার টগর এমপির নাম্বারে কল করা হলে, অপরিচিতা জনৈকা লেডি(সম্ভবত উনার পিএস) রং নাম্বার বলে কেটে দেন। বিষয়টি ওভার শিওর হওয়ার জন্য ” ট্রুকলার এবং আইকন সফটওয়্যার ” দিয়ে ঐ নাম্বারে পূণর্বার কল করা এমপি আলী আজগার টগরের নাম ও ছবি ভেসে উঠে। কিন্তু কেনো যে রং নাম্বার বললেন, বুঝলাম না।