July 15, 2025, 10:31 pm

সংবাদ শিরোনাম
নবীগঞ্জে ভয়াবহ সংঘর্ষ : ৬ দিন পর আহত আরেকজনের মৃত্যু শ্রীমঙ্গলে আলোচিত কলেজছাত্র হৃদয় হত্যা মামলার রহস্য উদঘাটন গ্রেফতার ২ আলামত উদ্ধার জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ছাত্র-জনতা স্মরণে গোপালগঞ্জ জেলার স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শিশুকে হত্যার পর বস্তাবন্দী, পলাতক সৎমা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ।। তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড গোপালগঞ্জের মুকসুদপুর বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শোক ও শ্রদ্ধায় সাংবাদিক রফিকুল ইসলামের জানাজা অনুষ্ঠিত ফ্রান্স প্রবাসীর চাঁদাবাজির মামলায় শেখ জসিম কারাগারে আগামীর জয়পুরহাট ও নাগরিক ভাবনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

সুনামগঞ্জের লাউড় রাজ্যের হলহলিয়ার দুর্গের খননকাজ শুরু হওয়ায় শঙ্কিত ভুমিহীন ৭০ টি পরিবার

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

সুনামগঞ্জের সীমান্তবর্তী হলহলিয়া গ্রামে লাউড় রাজ্যের দুর্গের খননকাজ শুরু হওয়া

শঙ্কিত প্রায় ৭০টি পরিবারের ৫ শতাধিক মানুষ। গ্রামের বাসিন্ধাদের পুনর্বাসন না করে খননকাজ বন্ধ রাখার দাবীতে জেলা প্রশাসক বরাবরে আবেদন, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসুচী অব্যাহত রেখেছে ভ্ক্তুভোগীমহল। গতকাল বৃহস্পতিবার সকালে খননকাজ বন্ধ রেখে পুনর্বাসনের দাবীতে মানববন্ধন করেছে শঙ্কিত হলহলিয়া গ্রামের ভুমিহীন ৭০টি পরিবারের সদস্যবৃন্দ। মানববন্ধনের প্রায় ৫ শতাধিক নারী-পুরুষ অংশ নেয়। এ সময় বক্তব্য রাখেন বিশিষ্ঠ সমাজসেবক জুনাব আলী, মুক্তিযোদ্ধা সন্তান শিক্ষক মোশররফ, মাওলানা সৈয়দ আহমদ, মুক্তিযোদ্ধা ফজলুল হক চৌধুরী, মুক্তিযোদ্ধা ডাঃ মাসুদ, সাবেক মেম্বার আব্দুল আহাদ, ডাঃ হাবিবুর রহমান, আমির উদ্দিন, হাজী সিদ্দিকুর রহমান, মুক্তিযোদ্ধার সন্তান সাইফুল ইসলাম, মুক্তিযোদ্ধার সন্তান ও শিক্ষক মোঃ বুরহান উদ্দিন, মুক্তিযোদ্ধার স্ত্রী মেহেরবানু, রহিমা আক্তার প্রমুখ। বক্তরা বলেন, গত ১০ দিন ধরে আমাদের গ্রামে দুর্গ খননের কাজ করছে প্রতœতত্ত্ব অধিদপ্তর। খননের পুর্বে আমাদের কোন নোটিশ ছাড়াই ঘর-বাড়ি, বাথরুম, বারান্দা,বাঁশঝাড়, গাছপালা গুড়িয়ে ফেলছে। আমরা এখন পরিবার পরিজন নিয়ে গৃহহীন হওয়ার শঙ্কায় আছি। যেভাবে খনন চলছে নিশ্চিত হুমকি’র মুখে পড়তে পারে বাড়ি-ঘর। আমরা সভ্যতার আবিস্কার হোক চাই তবে আমাদের পুনর্বাসন করে করতে হবে। এবং খননকাজ বন্ধ রাখার দাবী জানান বক্তারা। তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার পূর্নেন্দু দেব বলেন, হলহলিয়ায় খননকাজ চলছে। আমি গত মঙ্গলবার গিয়েছিলাম। গ্রামবাসীকে হতাশ না হওয়ার জন্য বলেছি। পুনর্বাসনের কোন প্রয়োজন নেই কারন আমরা তো তাদের উচ্ছেদ করবনা। প্রতœতত্ব অধিদপ্তর চট্রগ্রামও সিলেট বিভাগ আঞ্চলিক পরিচালক ড. মো. আতাউর রহমান বলেন, প্রাচীন লাউর রাজ্যের হলহলিয়া গ্রামে ৪ যুগের সভ্যতার সন্ধান মিলেছে। এক সভ্যতার সাথে আরেক সভ্যতার সংযোগ মিলেছে। এটি হবে প্রতœত্ত্ব পর্যটন কেন্দ্র। খননকাজ চলমান রয়েছে। আমরা কারো বসতভিটা উচ্ছেদ করবনা। বসত- ভিটা ঠিক রেখেই খনন চলবে। এবং কোন কারনে বাড়ী-ঘর ক্ষতির সম্মুখিন হলে তাদের পুনর্বাসনের জন্য সরকারের কাছে সুপারিশ করবো। উল্লেখ্য সম্প্রতি প্রতœতত্ব অধিদপ্তরের ব্যবস্থাপনায় ১ হাজার বছর পুর্বের বুদিষ্ট, পাল, সেন ও সুলতানী আমলের হাবেলীর স্থাপত্য ও লাওড় রাজ্যের দুর্গ খনন শুরু করে প্রতœতত্ব অধিদপ্তর। খননকাজ শুরু করার ফলে কোন নোটিশ ছাড়া হলহলিয়া গ্রামের যুগ যুগ ধরে বসবাসকারী বাসিন্দাদের বাড়ীর রান্নাঘর, বাথরুম, বারান্দা গাছপালা, বাঁশঝাড় কেটে রাস্তায় ফেলে রেখেছে খননকাজে অংশ নেয়া লোকজন। বাড়ি-ঘর হারানো আতঙ্কে পুনর্বাসনের দাবী গ্রামবাসীর।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২২ নভেম্বর ২০১৮/ইকবাল

 

Share Button

     এ জাতীয় আরো খবর