December 26, 2024, 6:04 pm

সংবাদ শিরোনাম

ভোলা-৪ আসন জ্যাকবের উন্নয়ন মোকাবেলাই বিএনপির চ্যালেঞ্জ

রাকিব হোসেন ভোলা  জেলা প্রতিনিধিঃ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২০ ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে

প্রতিকি ছবি

আওয়ামীলীগের বর্তমান সংসদ সদস্য পরিবেশ বন ও জলবায়ু পরির্বতন মন্ত্রনালয়ের উপ-মন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, বিএনপির কেন্দ্রীয় নেতা নাজিম উদ্দিন আলম, যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম নয়ন তাদের দলীয় মনোনয়ন পেতে চান। তবে এলাকায় আওয়ামীলীগ ছাড়া অন্য প্রার্থীদের নির্বাচনী তৎপরতা তেমন নেই বললেই চলে। তবে বিএনপির এই আসনে কোন কার্যক্রম বা কর্মসূচি নেই। নাজিম উদ্দিন আলম নিশ্চিত নমিনেশন পাচ্ছেন বলে নেতাকর্মীদের মধ্যে উল্লাস থাকলেও নির্বাচনী গত ৪ বছর এলাকায় আসতে পারেন নি। রাজনৈতিক পরিবেশ স্থিতিশীল থাকায় আওয়ামীলীগ সরকারের ২ মেয়াদে আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব তার নির্বাচনী এলাকায় প্রায় ৬ হাজার কোটি টাকার উন্নয়ন করেছেন। স্থানীয় ভাবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন একাদশ নির্বাচনে জ্যাকবের সাজানো বাগানে বিএনপি নিশ্চল। তার উন্নয়ন মোকাবেলাই বিএনপির জন্য একটি বড় চ্যালেঞ্জ। ভোলা-৪ সংসদীয় আসন চরফ্যাশন ও মনপুরা দু’টি উপজেলা নিয়ে গঠিত। যার আওতায় আছে ১টি প্রথম শ্রেণীর পৌরসভা, ৫টি থানা এবং ২৫টি ইউনিয়ন। গত দশটি সংসদ নির্বাচনে এখানে আওয়ামীলীগ, বিএনপি এবং জাতীয় পার্টির মনোনীত প্রার্থীরা একাধিক বার করে নির্বাচিত হলেও আসনটি মূলত আওয়ামীলীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। গত ৯ম ও ১০ম সংসদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এ আসন থেকে নির্বাচিত হয়েছেন। বর্তমানে তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী। গত দশ বছরে অবিস্মরনীয় উন্নয়নের মাধ্যমে জনপ্রিয়তার তুঙ্গে থেকে তিনি তৃতীয় বারের মত জয়ের লক্ষ্যে নির্বাচনী দৌড়ে এগিয়ে রয়েছেন। নির্বাচনী হালচাল নিয়ে বিভিন্ন এলাকায় সরজমিন ঘুরে দেখা যায়, ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এ আসনের রাজনৈতিক মাঠ সরগরম হয়ে উঠতে শুরু করেছে। ইতিমধ্যে আওয়ামীলীগের নিশ্চিত মনোনয়ন প্রত্যাশী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বিভিন্ন এলাকায় জনসভা, সমাবেশ, পথসভা ও নির্বাচনী কমিটি গঠনসহ নির্বাচন প্রস্ততি সম্পন্ন করে ফেলেছেন। তবে চরফ্যাশনে দীর্ঘদিন যাবৎ বিএনপির কোন কার্যালয়ের অস্তিত্ব নেই মহাজোটের প্রার্থী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের অন্যতম প্রতিদন্ধি জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী বিএনপির নাজিম উদ্দিন আলম। চরফ্যাশনে বিএনপির নির্বাচনের সকল প্রস্ততি সম্পন্ন করে রেখেছেন নাজিম উদ্দিন আলমের বাসা কেন্দ্রিক। দলীয় সংকেত পেলে বিএনপি প্রকাশ্যে ভোটারদের কাছে নেমে পড়বে। বরিশাল বিভাগের ভোলা জেলার চরফ্যাশন ও মনপুরা উপজেলা নিয়ে গঠিত ১১৮ ভোলা-৪ সংসদীয় আসন। চরফ্যাশন উপজেলার ২১টি ইউনিয়ন একটি পৌরসভা। বিচ্ছিন্ন দ্বীপ মনপুরা উপজেলার ৪টি ইউনিয়নের ৩লাখ ৭০ হাজার ৪শ’ ১৩জন ভোটার নিয়ে সংসদীয় আসন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য ও পরিবেশ বন ও জলবায়ু পরির্বতন মন্ত্রনালয়ের উপ-মন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের করা ব্যাপক উন্নয়ন মোকাবেলা করাই হলো বিএনপির প্রার্থীর বড় অন্তরায়। আওয়ামীলীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য পরিবেশ বন ও জলবায়ু পরির্বতন মন্ত্রনালয়ের উপ-মন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব নির্বাচনী মাঠে সরব থাকলেও বিএনপির সম্ভাব্য ২ প্রার্থী নাজিম উদ্দিন আলম ও নুরুল ইসলাম নয়নের নেতাকর্মীরা দ্বিধা-বিভক্ত রয়েছেন।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২২ নভেম্বর ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর