December 9, 2024, 10:30 pm

সংবাদ শিরোনাম
ওসমানীনগরে অর্থনৈতিক শুমারি প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠান ও আলোচনা সভা হবিগঞ্জের ৪ গ্রামের মধ্যে সংঘর্ষ, পুলিশসহ আহত শতাধিক আদালতের নির্দেশনা মানছেন না জেলা প্রশাসক নন্দীগ্রামে বাসের ধাক্কায় সিএনজি চালকসহ নিহত ২, আহত ৫ সাদুল্লাপুরে পারিবারিক কলহে অটোভ্যান চালকের আত্মহত্যা বান্দরবানে আগুনে এ্যাম্বুলেন্সসহ দুই গাড়ি পুড়ে ছাই বান্দরবান-রুমার বেইলি সেতু ভেঙে পড়ায় সড়ক যোগাযোগ বন্ধ ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন সাবরিনারা দেশের গর্বের ধন- সেনা প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বৈষ্যমবিরোধীছাত্র আন্দোলন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সিলেট ৪-এর নৌকার মাঝি হতে চান অধ্যক্ষ ফজলুল হক্ব

আবু তালহা তুফায়েল, গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধিঃ

দেশের বৃহৎ সংসদীয় আসন (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ নিয়ে গঠিত)

সিলেট-৪ আসন। দেশের উন্নয়নের রুপকার এবং পর্যটনকেন্দ্র ও খনিজ সম্পদে ভরপুর এই আসনটি। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সারদেশের ন্যায় সিলেট-৪ আসনেও চলছে নির্বাচনী প্রচারণা। বৃহৎ এই আসনের নৌকার মাঝি হতে চান গোয়াইনঘাট বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ফজলুল হক। ইতোমধ্যে তিনি আওয়ামীলীগ এর দলীয় প্রতিক নৌকার নমিনেশন দাখিল করেন এবং ২২ নভেম্বর ২০১৮ ইং, বৃহস্পতিবারে সাংবাদিক আবু তালহা তুফায়েলের সাক্ষাতকারে বলেন, আমি পূর্বেও নমিনেশন দাখিল করলে নেত্রীর নির্দেশে দলের বাছাইকৃত প্রার্থীর পক্ষ হয়ে মাঠে কাজ করি। তিনি ছাত্রজীবন থেকেই মুজিবীয় আদর্শকে লালন করে আসছেন। গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও চট্টগ্রাম ভার্সিটি ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন। বর্তমানে গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের সদস্য পদে আছেন। তাছাড়া তিনি ২০০৯ সাল থেকে আজ পর্যন্ত গোয়াইনঘাট বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ হিসেবে আছেন। সাক্ষাতকারে তিনি বলেন, নেত্রী আমাকে পূর্বে নমিনেশন তোলতে বলেন, আমি সেই কথামত নমিনেশন তোলে আনি এবং দলের বাছাইকৃত প্রার্থীর পক্ষে কাজ করি। এখন আমি আশাবাদী, আমাকে দল সম্মান করবে এবং আমি এই আসনের হাল ধরতে পারবো। খেটে খাওয়া মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে এবং শিক্ষাব্যবস্থা, আধুনিক শিল্পায়ন ইত্যাদি এসবক্ষেত্রে সচেতন থাকবো।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২২ নভেম্বর ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর