December 26, 2024, 7:46 pm

সংবাদ শিরোনাম
প্রবাসীকে হয়রানির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে প্রবাসীকে হয়রানির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে বেনাপোল স্থলবন্দর হ্যাল্ডিং শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনে নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ঝিকরগাছা উপজেলায় যুব অধিকার পরিষদের কমিটি ঘোষণা শার্শার উলশী ইউনিয়ন ভিত্তিক ৬ষ্ঠ হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত ১১ বছর পর দেশে ফিরলেন যুক্তরাজ্য বিএনপির আইন সম্পাদক লিয়াকত সাজাভোগের শেষে ভারত থেকে দেশে ফিরলো ২৬ বাংলাদেশি পুরুষ -নারী বেনাপোল থেকে শুভ উদ্বোধন হলো রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের নবজাতককে পাওয়া গেল রাস্তার পাশে ঢাকা সিটির সাংবাদিকদের নিয়প আলোচনা সভা

সিলেট ৪-এর নৌকার মাঝি হতে চান অধ্যক্ষ ফজলুল হক্ব

আবু তালহা তুফায়েল, গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধিঃ

দেশের বৃহৎ সংসদীয় আসন (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ নিয়ে গঠিত)

সিলেট-৪ আসন। দেশের উন্নয়নের রুপকার এবং পর্যটনকেন্দ্র ও খনিজ সম্পদে ভরপুর এই আসনটি। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সারদেশের ন্যায় সিলেট-৪ আসনেও চলছে নির্বাচনী প্রচারণা। বৃহৎ এই আসনের নৌকার মাঝি হতে চান গোয়াইনঘাট বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ফজলুল হক। ইতোমধ্যে তিনি আওয়ামীলীগ এর দলীয় প্রতিক নৌকার নমিনেশন দাখিল করেন এবং ২২ নভেম্বর ২০১৮ ইং, বৃহস্পতিবারে সাংবাদিক আবু তালহা তুফায়েলের সাক্ষাতকারে বলেন, আমি পূর্বেও নমিনেশন দাখিল করলে নেত্রীর নির্দেশে দলের বাছাইকৃত প্রার্থীর পক্ষ হয়ে মাঠে কাজ করি। তিনি ছাত্রজীবন থেকেই মুজিবীয় আদর্শকে লালন করে আসছেন। গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও চট্টগ্রাম ভার্সিটি ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন। বর্তমানে গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের সদস্য পদে আছেন। তাছাড়া তিনি ২০০৯ সাল থেকে আজ পর্যন্ত গোয়াইনঘাট বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ হিসেবে আছেন। সাক্ষাতকারে তিনি বলেন, নেত্রী আমাকে পূর্বে নমিনেশন তোলতে বলেন, আমি সেই কথামত নমিনেশন তোলে আনি এবং দলের বাছাইকৃত প্রার্থীর পক্ষে কাজ করি। এখন আমি আশাবাদী, আমাকে দল সম্মান করবে এবং আমি এই আসনের হাল ধরতে পারবো। খেটে খাওয়া মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে এবং শিক্ষাব্যবস্থা, আধুনিক শিল্পায়ন ইত্যাদি এসবক্ষেত্রে সচেতন থাকবো।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২২ নভেম্বর ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর