জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে খলিফায়ে হোসেনপুরী পীর আজিম শাহ আল চিশতির উদ্যোগে
পবিত্র ঈদে মিলাদন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সভা অনুষ্ঠিত হয়েছে।
২১ নভেম্বর বুধবার বিশাল বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ইকড়ছই-হারুনুর রশীদ হিরন মিয়া স্টেডিয়ামে আলোচনাসভা ও শিরণি বিতরণ হয়। এতে খলিফায়ে হোসেনপুরী পীর আজিম শাহ আল চিশতি, মাওলানা বশির আহমদ, মাওলানা মফিজ উদ্দিন, মাওলানা মুহি উদ্দিন মিছবাহ, মাওলানা দেলোয়ার হোসেন সাইফী, হাফিজ আনোয়ার হোসেন, আশকর আলী, মাওলানা নজরুল ইসলাম, শিক্ষানুরাগী লুৎফুর রহমান, আবদুল্লাহ আল মাসুদ, শালিসি ব্যক্তি জাফর আলী, শিক্ষক মনির হোসেন, সাবেক কৃতী ফুটবলার সালাহ উদ্দিন, সাবেক কৃতী ফুটবলার ও জগন্নাথপুর বাজার সেক্রেটারী জাহির উদ্দিন, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, ছাত্রনেতা আবদুল মুকিত, দিলদার হোসেন, সমাজকর্মী আসসাদ আলী, ধনাই মিয়া, সাজ্জাদ মিয়া, আবদুল গফুর, সাজাদ মেম্বার, অজিদ মিয়া, মইনুল ইসলাম সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ ও আজিম শাহের ভক্ত-মুরীদ্বান সহ কয়েক হাজার ছাত্র-জনতা অংশ গ্রহন করেন।
প্রাইভেট ডিটেকটিভ/২১ নভেম্বর ২০১৮/ইকবাল