টাকা নিয়ে বিতণ্ডার জেরে চট্টগ্রামে ছাত্রীর মাকে কুপিয়ে মারলেন গৃহশিক্ষক
ডিটেকটিভ নিউজ ডেস্ক
চট্টগ্রামে পারিশ্রমিক নিয়ে বিতণ্ডার জেরে শিক্ষার্থীর মাকে কুপিয়ে হত্যা করেছেন এক গৃহশিক্ষক। গতকাল মঙ্গলবার বিকালে আকবর শাহ এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। ঘটনার পর গৃহশিক্ষক মো. শাহজাহানকে (৩৬) ধরে পুলিশে দিয়েছে স্থানীয়রা। নিহত শাহীনা বেগম (৩৬) আকবর শাহ বিশ্ব কলোনি বেড়া মসজিদ এলাকার বাসিন্দা জসীম উদ্দিনের স্ত্রী। স্থানীয়দের বরাত দিয়ে আকবর শাহ থানার পরিদর্শক (তদন্ত) মহিবুর রহমান বলেন, শাহীনার নবম শ্রেণি পড়ুয়া মেয়েকে পড়াতেন শাহজাহান। টিউশনির টাকা নিয়ে বিতন্ডার জেরে এ হত্যাকাণ্ড ঘটে। তিনি বলেন, শাহজাহানের দাবি দুই মাস তিনি শাহীনার মেয়েকে পড়ালেও এক মাসের বেতন পরিশোধ পেয়েছেন। এনিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। বিকালে শাহাজাহান বাসায় টাকা নেওয়ার জন্য গেলে দুইজনের মধ্যে বিতণ্ডা হয়। একপর্যায়ে সে বটি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে শাহীনাকে জখম করে। গুরুতর আহত অবস্থায় শাহীনাকে চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানিয়েছেন।