December 2, 2024, 3:19 am

সংবাদ শিরোনাম
৩ আগস্ট মৌলভীবাজারে কর্মসূচি ছিল না, এদিনের ঘটনায়ও মামলা! যশোরে বাংলাদেশ ক্যাডেট সেফটি ফাউন্ডেশনের শুভ উদ্ভোদন ফুলছড়া চা বাগান মাঠে গারোদের ঐতিহ্যবাহী অনুষ্ঠান ওয়ানগালা উৎসব পালিত নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল ইংল্যান্ড মৌলভীবাজারে সাধারণ মানুষের মধ্যে মামলা ভীতি : স্বস্তির বদলে আতঙ্ক কালিয়াকৈর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে কারওয়ান বাজার থেকে সাংবাদিক মুন্নী সাহাকে গ্রেপ্তার কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা অফিসে থাকা-খাওয়ার সুব্যবস্থা রয়েছে সার্বভৌমত্ব-সরকারের নিরাপত্তা ও গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে বর্তমান সরকারকে শক্তিশালী না করলে দেশবাসী নিরাপত্তাহীনতা ভুগবে .লে. কর্ণেল (অব.) খন্দকার ফরিদুল আকবর নবী সা. এর সীরাত-ই আমাদের জীবনের পাথেয়: শায়খুল হাদীস আতাউর রহমান

রাজধানীতে জামাইয়ের লাঠির আঘাতে শাশুড়ির মৃত্যু

রাজধানীতে জামাইয়ের লাঠির আঘাতে শাশুড়ির মৃত্যু

ডিটেকটিভ নিউজ ডেস্ক

রাজধানীর গুলশানে মেয়ে জামাইয়ের লাঠির আঘাতে রওশন আরা (৬৬) নামে এক শাশুড়ির মৃত্যু হয়েছে। গত সোমবার দিবাগত রাতে গুলশানের শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গুলশান থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, নিহতের মেয়ে আলীয়া ফারজানা (৩৬) সঙ্গে তার স্বামী সাইফুল ইসলাম ভুঁইয়ার বিভিন্ন বিষয় নিয়ে পারিবারিক কলহ চলছিল। এ কারণে আলীয়া দেড়/দুইমাস ধরে তার বাবা-মায়ের সঙ্গে তাদের গুলশানের ভাড়া বাসায় অবস্থান করছেন। গত সোমবার সকালে সাইফুল তার স্ত্রীকে আনতে শ্বশুরের বাসায় যান। সেখানে কথা-কাটাকাটি একপর্যায় ফারজানাকে কাঠ দিয়ে আঘাত করেন সাইফুল। এ সময় মেয়েকে বাঁচাতে মা রওশন আরা এগিয়ে এলে তার মাথায় লাঠি দিয়ে আঘাত করেন সাইফুল। তাদের চিকিৎকার শুনে শ্বশুর আনোয়ারুল হক এগিয়ে এলে তাকেও লাঠি দিয়ে আঘাত করেন তিনি। এতে তার বাম হাত ভেঙে যায়। তাৎক্ষণিকভাবে পরিবারের অন্যান্য লোকজন তাদের উদ্ধার করে স্থানীয় শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রওশন আরার মৃত্যু হয়। আর মেয়ে ফারজানাকে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) রাখা হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের পর সাইফুলকে আটক করা হয়েছে। সাতদিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া লাশ উদ্ধার করে ময়না-তদন্তের জন্য গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর