বাগেরহাটে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
ডিটেকটিভ নিউজ ডেস্ক
বাগেরহাটের চিতলমারীতে গতকাল মঙ্গলবার সকালে পুকুর থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের সন্ধান দাতার খোঁজ পাওয়া যায়নি। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সাকাল ৮ টার দিকে উপজেলার চরবানীয়ারী গ্রামের রাস্তার পাশে একটি পুকুরে নারীর লাশ এলাকাবাসী ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। এ খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীর মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের সন্ধান দাতার কাউকে পাওয়া যায়নি। চিতলমারী থানার ওসি অনুকূল সরকার জানান, উদ্ধারকৃত লাশটি ভারসাম্যহীন এক নারীর বলে এলাকাবাসী জানিয়েছেন। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।