December 9, 2024, 11:41 pm

সংবাদ শিরোনাম
ওসমানীনগরে অর্থনৈতিক শুমারি প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠান ও আলোচনা সভা হবিগঞ্জের ৪ গ্রামের মধ্যে সংঘর্ষ, পুলিশসহ আহত শতাধিক আদালতের নির্দেশনা মানছেন না জেলা প্রশাসক নন্দীগ্রামে বাসের ধাক্কায় সিএনজি চালকসহ নিহত ২, আহত ৫ সাদুল্লাপুরে পারিবারিক কলহে অটোভ্যান চালকের আত্মহত্যা বান্দরবানে আগুনে এ্যাম্বুলেন্সসহ দুই গাড়ি পুড়ে ছাই বান্দরবান-রুমার বেইলি সেতু ভেঙে পড়ায় সড়ক যোগাযোগ বন্ধ ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন সাবরিনারা দেশের গর্বের ধন- সেনা প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বৈষ্যমবিরোধীছাত্র আন্দোলন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৭ মার্চের ভাষণের স্বীকৃতি: কাল শাহবাগে আনন্দ উৎসব

৭ মার্চের ভাষণের স্বীকৃতি: কাল শাহবাগে আনন্দ উৎসব

ডিটেকটিভ নিউজ ডেস্ক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের দলিল (ওয়ার্ল্ডস ডকুমেন্টারী হেরিটেজ) হিসেবে স্বীকৃতি অর্জন করার ঘটনাটিকে আনুষ্ঠানিকভাবে উদযাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে সমাজের সকল স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গকে নিয়ে ১০১ সদস্যবিশিষ্ট ‘৭ মার্চ উদযাপন কমিটি’ গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক সর্বজন শ্রদ্ধেয় এমিরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান। এ কমিটির উদ্যোগে আগামীকাল সোমবার বিকেল সাড়ে ৩টায় শাহবাগ চত্বরসহ পুরো সোহরাওয়ার্দী উদ্যানে ‘আনন্দ উৎসব ও স্মৃতিচারণ’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন কমিটির আহ্বায়ক অধ্যাপক আনিসুজ্জামান। ৭ মার্চের ঐতিহাসিক জনসভার অন্যতম সংগঠক জননেতা তোফায়েল আহমেদ প্রধান অতিথি থাকবেন। অনুষ্ঠানে দেশের খ্যাতিমান চিত্রশিল্পীরা তাৎক্ষণিকভাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতি অঙ্কন, কণ্ঠশিল্পীরা বঙ্গবন্ধুকে নিয়ে রচিত সংগীত এবং আবৃত্তিশিল্পীরা বঙ্গবন্ধুকে নিয়ে রচিত কবিতা আবৃত্তি করবেন। এ ছাড়া বিশিষ্ট ব্যক্তিবর্গ বঙ্গবন্ধুর সংগ্রামী রাজনীতিক জীবন ও শাসনকাল নিয়ে আলোচনা করবেন। পরে শোভাযাত্রাসহকারে বিশিষ্ট ব্যক্তিবর্গ সোহরাওয়ার্দী উদ্যোনে গিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে পুষ্পাঞ্জলি অর্পণ ও মোমবাতি প্রজ্জ্বলন করবেন এবং আবার শাহবাগস্থ মঞ্চে ফিরে এসে ফানুস উড়াবেন। উৎসবে আরো থাকবে ৭ মার্চের ভাষণের প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

Share Button

     এ জাতীয় আরো খবর