‘অপহৃত’ ব্যবসায়ী অনিরুদ্ধ’র ফিরে আসার খবর নাকচ করলেন তার স্ত্রী
ডিটেকটিভ নিউজ ডেস্ক
প্রায় আড়াই মাস আগে ‘অপহৃত’ ব্যবসায়ী অনিরুদ্ধ কুমার রায় ফিরে এসেছেন বলে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হলেও তার স্ত্রী বলেছেন, এখনও স্বামীর সন্ধান পান নি তিনি। মেসার্স আরএমএম লেদার ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক ও বেলারুশের অনারারি কনস্যুলার অনিরুদ্ধ গত ২৮ অগাস্ট গুলশানে ইউনিয়ন ব্যাংকের অফিস থেকে বেরোনোর পর কয়েকজন তাকে গাড়িতে তুলে নেয় বলে স্বজনরা জানান। অনিরুদ্ধ ফিরে এসেছেন বলে গত শুক্রবার একটি জাতীয় দৈনিকে খবর প্রকাশিত হয়। এ বিষয়ে জানতে চাইলে অনিরুদ্ধের স্ত্রী শ্বাশতী রায় গতকাল শনিবার বলেন, খবরটি ঠিক নয়। একটি লোক ফিরে আসলে কোথায় আসবে? নিশ্চয়ই পরিবারের কাছে? তিনি তো আমাদের কাছে আসেননি। তাকে তুলে নেয়ার পর সেপ্টেম্বরের শেষ দিকে পূজার মধ্যে একবার ফোনে কথা হয়েছে। এরপর থেকে তার সাথে আর যোগাযোগ নেই। অনিরুদ্ধের সন্ধান পাওয়া গেছে কি না জানতে চাইলে পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার মোস্তাক আহমেদ বলেন, তাদের কাছেও নতুন কোনো তথ্য নেই। গুলশান থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, অনিরুদ্ধের ফিরে আসার বিষয়ে কোনো তথ্য তাদের কাছে নেই। তাছাড়া পরিবারের সদস্যরা প্রথম প্রথম যোগাযোগ রাখলেও এখন রাখছেন না। স্বামী ‘অপহৃত’ হওয়ার পর নিজেই ব্যবসা দেখছেন তার স্ত্রী শ্বাশতী রায়। বিকেলে কারখানা থেকে ফেরার সময় এ প্রতিবেদকের সঙ্গে কথা বলেন তিনি। স্বামী এই অবস্থায় পুরো পরিবার বিপর্যয়ের মধ্যে রয়েছে জানিয়ে তিনি বলেন, আমার দুই সন্তান বাসায় প্রায় বন্দীর মতো অবস্থায় আছে। তিনি বলেন, অনিরুদ্ধ বসে থাকার লোক না। ফিরে আসলে তিনি অফিস করবেন, ব্যবসা নিয়ে ব্যস্ত থাকবেন। লোকে বলছে ফিরে এসেছেন, সংবাদমাধ্যমে জানতে পারছি। কিন্তু কই? স্বামী একদিন সুস্থ শরীরেই ফিরে আসবেন বলে আশা প্রকাশ করেন তিনি। এদিকে মঙ্গলবার সন্ধ্যার পর থেকে নিখোঁজ নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মুবাশ্বার হাসান সিজারেরও কোনো সন্ধান মেলেনি।