সুনামগঞ্জে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু
ডিটেকটিভ নিউজ ডেস্ক
সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নের কাউয়া জুরি গ্রামের বাড়ির পাশের চামটি নদীতে ডুবে ইয়ামিন (৫) ও তায়েফ (৪) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ইয়ামিন উপজেলার কাউয়াজুরি গ্রামের আলী হোসেনের ছেলে ও তায়েফ একই গ্রামের শাহীন মিয়ার ছেলে। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নূর আলম জানান, বিকেল সাড়ে ৩টার দিকে শিশু ইয়ামিন ও তায়েফ আলী হোসেনদের আঙিনায় এক সঙ্গে খেলা করছিল। হঠাৎ বাড়ির লোকজন উঠানে তাদের দেখতে না পেয়ে খুঁজতে থাকেন। একপর্যায়ে পার্শ্ববর্তী প্রবাসী সামছু মিয়ার বাড়ির নদীর ঘাটে শিশু ইয়ামিনের জুতা দেখতে পায় একজন। পরে তাদের স্বজনদের খবর দিলে তারা সেখানে গিয়ে খোঁজ করতে থাকেন। এ সময় চামটি নদীতে তাদের লাশ ভেসে ওঠে। পরে মৃত অবস্থায় তাদের উদ্ধার করেন স্বজনরা। দিরাই থানা ওসি গোলাম মোস্তফা এ ঘটনার সত্যতা নিশ্চত করেন।