ফেনীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
ডিটেকটিভ নিউজ ডেস্ক
ফেনীর ফুলগাজীতে ফাতেমা বেগম রিনা (৪০) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ফুলগাজী থানা পুলিশ। গতকাল বুধবার সকালে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ফতেপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। রিনা ওই গ্রামের প্রবাসীআবদুল মমিনেরর স্ত্রী। ফুলগাজী থানার ওসি এমএম মোর্শেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়। এটি আত্মহত্যা না অন্যকিছু ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে তা জানা যাবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।