July 27, 2024, 1:35 pm

সংবাদ শিরোনাম
বোরহানউদ্দিন থানা পুলিশের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ যুবক আটক পার্বতীপুরে নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাই চেয়ারম্যানদ্বয়ের সংবর্ধনা রাজধানীর নিউমার্কেট এলাকা হতে জাল সার্টিফিকেট ও জাল সার্টিফিকেট তৈরীর সরঞ্জামাদিসহ ০২ জন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ র‌্যাব-১০ এর অভিযানে মুন্সীগঞ্জের লৌহজং এলাকা হতে ইয়াবাসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার কক্সবাজারে ভারী বৃষ্টিপাত পাহাড় ধ্বসে নারী-শিশু নিহত পীরগঞ্জে মসজিদের দোহাই সরকারি খাস জমির গাছ কর্তন পার্বতীপুরে বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক হোসেন এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন দারুসসালাম লাফনাউট মাদ্রাসার দস্তারবন্দী নিবন্ধন ফরম বিতরণ শুরু পীরগঞ্জে নিখোঁজের একদিন পর শিশু’র লাশ উদ্ধার মাদক মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত দীর্ঘদিন পলাতক আসামী আলাউদ্দিন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

রংপুরে নিখোঁজের ৩ দিন পর যুবকের লাশ উদ্ধার

রংপুরে নিখোঁজের ৩ দিন পর যুবকের লাশ উদ্ধার

ডিটেকটিভ নিউজ ডেস্ক

রংপুরের কাউনিয়া উপজেলার হরিশ্বর গ্রামের রবিউল হাসান বাবুল এর ২য় পুত্র আবু হাসান আদনাল রাতুল (৩০) এর লাশ গতকাল বুধবার তালুকশাহবাজ এলাকায় তিস্তা নদী থেকে পুলিশ উদ্ধার করে। পারিবারিক থানা সূত্রে জানাগেছে রাতুল গত ৬ নভেম্বর বিকালে তার মা শামিমা বেগম এর কাছ থেকে ১শ টাকা নিয়ে তিস্তা ব্রীজ ঘুরতে যাবে বলে বাড়ি থেকে বের হয়। এরপর সন্ধা পেরিয়ে রাত হলে সে বাড়ি না ফিরলে রাতুলের সাথে থাকা মোবাইল নং ০১৭৫৯১৮৫৫৪৯ এই নম্বরে রিং করলে রিং বাজে কিন্তু রিসিভ নয় না। এরপর তার বাবার নম্বরে একটা মেসেস আসে সে তিস্তা ব্রীজে ৪নং পিলারে আর কিছু লিখা ছিলনা। পরিবারটি শোকে বিহ্বল থাকায় মেসেজ আসা নম্বরটি পাওয়া যায়নি। এরপর তাকে তিস্তা ব্রীজ সহ বিভিন্ন স্থানে খুজে নাপেয়ে গত ৭ নভেম্বর তার বাবা কাউনিয়া থানায় একটি জিডি করে। জিডি নং ২৭১। গত ৮ নভেম্বর তালুকশাহবাজ এলাকায় তিস্তা নদীতে বঁড়শি দিয়ে মাছ মারতে আসা লোকজন দেখে নদীতে ভেঙ্গেপড়া সুপাড়ি গাছের সাথে ভেসে আসা একটি লাশ আটকা পড়েছে। পরে তারা লোকজন কে খবর দিলে স্থানীয় লোকজন এসে লাশটিকে কিনারায় নিয়ে আসে এবং থানায় খবর দেয়। এরপর রাতুলের বাবা নদী পাড়ে গিয়ে তার ছেলের লাশ সনাক্ত করে। পরে থানার এএসআই মাজহারুল ঘটনা স্থলে পৌছে লাশটিকে উদ্ধার করে থানায় নিয়ে এসে ময়না তদন্তের জন্য রংপুর মর্গে প্রেরন করে। ওসি মামুন অর রশিদ জানান এটি হত্যা না অন্য কিছু ময়না দন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে।

Share Button

     এ জাতীয় আরো খবর