চট্টগ্রামে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন
ডিটেকটিভ নিউজ ডেস্ক
একুশ বছর আগের খুনের মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে চট্টগ্রামের একটি আদালত। গতকাল বুধবার চট্টগ্রামের বিশেষ জজ আদালতের বিচারক সৈয়দা হোসনে আরা এ রায় দেন। দ-প্রাপ্তরা হলেন- মো. এরশাদ এবং মোসলেম উদ্দিন ওরফে বাবুইয়া। দুজনই পলাতক। এছাড়া খালাস পেয়েছেন দুইজন। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী জাহাঙ্গীর আলম বলেন, আদালত দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে তিন মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। মামলার নথি থেকে জানা যায়, ১৯৯৬ সালের ১০ ডিসেম্বর সকালে ডবলমুরিং এলাকার ক্যাফে রাজস্থান এর সামনে আবু তাহের নামের এক যুবককে পূর্ব শত্রুতার জেরে ছুরি মেরে হত্যা করা হয়। ঘটনার দিনই তাহেরের বাবা আবুল খায়ের চারজনের বিরুদ্ধে মামলা করেন। তদন্ত শেষে ১৯৯৭ সালের ২৭ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।