December 2, 2024, 2:17 am

সংবাদ শিরোনাম
৩ আগস্ট মৌলভীবাজারে কর্মসূচি ছিল না, এদিনের ঘটনায়ও মামলা! যশোরে বাংলাদেশ ক্যাডেট সেফটি ফাউন্ডেশনের শুভ উদ্ভোদন ফুলছড়া চা বাগান মাঠে গারোদের ঐতিহ্যবাহী অনুষ্ঠান ওয়ানগালা উৎসব পালিত নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল ইংল্যান্ড মৌলভীবাজারে সাধারণ মানুষের মধ্যে মামলা ভীতি : স্বস্তির বদলে আতঙ্ক কালিয়াকৈর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে কারওয়ান বাজার থেকে সাংবাদিক মুন্নী সাহাকে গ্রেপ্তার কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা অফিসে থাকা-খাওয়ার সুব্যবস্থা রয়েছে সার্বভৌমত্ব-সরকারের নিরাপত্তা ও গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে বর্তমান সরকারকে শক্তিশালী না করলে দেশবাসী নিরাপত্তাহীনতা ভুগবে .লে. কর্ণেল (অব.) খন্দকার ফরিদুল আকবর নবী সা. এর সীরাত-ই আমাদের জীবনের পাথেয়: শায়খুল হাদীস আতাউর রহমান

সিলেটে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেটে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

ডিটেকটিভ নিউজ ডেস্ক 

 সিলেট থেকে লিজা সুলতানা (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ গতকাল শুক্রবার দুপুরে নগরীর সুবিদবাজার এলাকার কর্ণার ভিউ নামে একটি ভবনের সাততলা থেকে লাশ উদ্ধার হয় লিজা যুক্তরাষ্ট্র প্রবাসী মাতাব উদ্দিনের (৫৫) দ্বিতীয় স্ত্রী তিনি বিয়ানীবাজার উপজেলার তথ্য সেবা কেন্দ্রে কর্মরত ছিলেন লিজার মামা বিয়ানীবাজার চারখাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল আহমেদ চৌধুরী বলেন, বিয়েতে লিজা রাজি ছিল না মাতাবের প্রথম স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে এমন একটি ভুয়া তালাকনামা তৈরি করে দেখিয়ে ছিল তথ্য গোপন করে লিজাকে বিয়ে করেছিলেন তিনি বিয়েতে মাতাবের স্বজনরা উপস্থিত ছিলেন অথচ কয়েকদিন আগে যুক্তরাষ্ট্র থেকে ফোনে আমার ভাগনিকে মাতাব বলেন, কাবিনের টাকা দিয়ে দেবো, বাসা ছেড়ে বাপের বাড়ি চলে যাও লিজা তখন তাকে বলেছিল আমি টাকা চাই না, সংসার চাই লিজাকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয়েছে বলেও দাবি করেন তার মামা ইকবাল সিলেট কোতয়ালি মডেল থানার এসআই বিষ্ণু পদ রায় বলেন, খবর পেয়ে ঝুলন্ত লাশ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে তিনি আরও বলেন, মাতাব উদ্দিনের প্রথম স্ত্রী দুই সন্তান যুক্তরাজ্যে রয়েছেন অবস্থায় লিজাকে তথ্য গোপন করে বিয়ে করেন মাতাব ঘটনায় প্রথম স্ত্রী মামলাও করেছেন প্রথম স্ত্রীর চাপে পড়ে মাতাব তাকে বাসা থেকে বাপের বাড়ি চলে যেতে বলেছিলেন ধারণা করা হচ্ছে, ভোরে রহস্যজনক মৃত্যুর ঘটনাটি ঘটেছে ঘটনার সময় মাতাবের ছোট ভাই স্ত্রী বাসায় ছিলেন বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি কোতয়ালি মডেল থানার ওসি গৌসুল হোসেন বলেন, লাশ দেখে অনুমান করা যাচ্ছে এটি আত্মহত্যা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে

Share Button

     এ জাতীয় আরো খবর