December 27, 2024, 12:01 am

সংবাদ শিরোনাম
প্রবাসীকে হয়রানির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে প্রবাসীকে হয়রানির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে বেনাপোল স্থলবন্দর হ্যাল্ডিং শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনে নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ঝিকরগাছা উপজেলায় যুব অধিকার পরিষদের কমিটি ঘোষণা শার্শার উলশী ইউনিয়ন ভিত্তিক ৬ষ্ঠ হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত ১১ বছর পর দেশে ফিরলেন যুক্তরাজ্য বিএনপির আইন সম্পাদক লিয়াকত সাজাভোগের শেষে ভারত থেকে দেশে ফিরলো ২৬ বাংলাদেশি পুরুষ -নারী বেনাপোল থেকে শুভ উদ্বোধন হলো রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের নবজাতককে পাওয়া গেল রাস্তার পাশে ঢাকা সিটির সাংবাদিকদের নিয়প আলোচনা সভা

সিলেটে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেটে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

ডিটেকটিভ নিউজ ডেস্ক 

 সিলেট থেকে লিজা সুলতানা (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ গতকাল শুক্রবার দুপুরে নগরীর সুবিদবাজার এলাকার কর্ণার ভিউ নামে একটি ভবনের সাততলা থেকে লাশ উদ্ধার হয় লিজা যুক্তরাষ্ট্র প্রবাসী মাতাব উদ্দিনের (৫৫) দ্বিতীয় স্ত্রী তিনি বিয়ানীবাজার উপজেলার তথ্য সেবা কেন্দ্রে কর্মরত ছিলেন লিজার মামা বিয়ানীবাজার চারখাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল আহমেদ চৌধুরী বলেন, বিয়েতে লিজা রাজি ছিল না মাতাবের প্রথম স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে এমন একটি ভুয়া তালাকনামা তৈরি করে দেখিয়ে ছিল তথ্য গোপন করে লিজাকে বিয়ে করেছিলেন তিনি বিয়েতে মাতাবের স্বজনরা উপস্থিত ছিলেন অথচ কয়েকদিন আগে যুক্তরাষ্ট্র থেকে ফোনে আমার ভাগনিকে মাতাব বলেন, কাবিনের টাকা দিয়ে দেবো, বাসা ছেড়ে বাপের বাড়ি চলে যাও লিজা তখন তাকে বলেছিল আমি টাকা চাই না, সংসার চাই লিজাকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয়েছে বলেও দাবি করেন তার মামা ইকবাল সিলেট কোতয়ালি মডেল থানার এসআই বিষ্ণু পদ রায় বলেন, খবর পেয়ে ঝুলন্ত লাশ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে তিনি আরও বলেন, মাতাব উদ্দিনের প্রথম স্ত্রী দুই সন্তান যুক্তরাজ্যে রয়েছেন অবস্থায় লিজাকে তথ্য গোপন করে বিয়ে করেন মাতাব ঘটনায় প্রথম স্ত্রী মামলাও করেছেন প্রথম স্ত্রীর চাপে পড়ে মাতাব তাকে বাসা থেকে বাপের বাড়ি চলে যেতে বলেছিলেন ধারণা করা হচ্ছে, ভোরে রহস্যজনক মৃত্যুর ঘটনাটি ঘটেছে ঘটনার সময় মাতাবের ছোট ভাই স্ত্রী বাসায় ছিলেন বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি কোতয়ালি মডেল থানার ওসি গৌসুল হোসেন বলেন, লাশ দেখে অনুমান করা যাচ্ছে এটি আত্মহত্যা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে

Share Button

     এ জাতীয় আরো খবর