আরিফুল ইসলাম কাহালু, (বগুড়া) প্রতিনিধি
বগুড়া বঙ্গবন্ধু শিশু মেলার আয়োজনে কাহালু বেতার কেন্দ্রকে পূর্ণাঙ্গ বেতার কেন্দ্র করার দাবীতে গতকাল শনিবার কাহালু প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন জনপ্রতিনিধি ও সংস্কৃতিজনরা। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বগুড়া বঙ্গবন্ধু শিশু মেলার সভাপতি গৌতুম কুমার দাশ। সভায় প্রধান অতিথি ছিলেন কাহালু পৌর মেয়র আলহাজ্ব হেলাল উদ্দিন কবিরাজ। বিশেষ অতিথি ছিলেন প্রবীন সাংবাদিক বীরমুক্তিযোদ্ধা মোত্তালেব হোসেন মানিক, বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সাধারন সম্পাদক এ বি এম জিয়াউল হক বাবলা, আবৃতিকার দৌলতজাজামান, কাহালু প্রেসক্লাবের সভাপতি আঃ ছালেক তোতা, সাধারন সম্পাদক মাকসুদুর রহমান, সাংবাদিক আঃ হান্নান, এম, এ, কাদের, মুনসুর রহমান তানসেন, সাইফুল ইসলাম, রুহুল আমিন, আতিক হাসান ও ইমদাদ হোসেন। মতবিনিময় সভায় সিদ্ধান্ত নেওয়া আগামী ১৫ অক্টোবর বেলা ১১ টা থেকে বেলা ১২ পর্যন্ত দরগাহাট বেতার কেন্দ্রের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করার।