‘টাঙ্গুয়ার হাওরে, পাখি নিধন কোনোভাবেই প্রশ্রয় দেয়া হবেনা- সাবিরুল ইসলাম
সিলেট প্রতিনিধি
রামসার প্রকল্প ভুক্ত সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরের পাখি সংরক্ষণ বিষয়ের উপর আলোকপাত করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ্যে বৃহস্পতিবার এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে’।
আইইউসিএন’র প্রোগ্রাম কোঅর্ডিনেটর মো. ইরফান উল্লা হাসিবের সঞ্চালনায় জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম সভাপতির বক্তব্যে বলেন, টাঙ্গুয়ার হাওরে এর আগে যা হয়েছে, তা বাদ দিয়ে এখন পাখি নিধন বা অন্য কোনো কিছুতে কোনোভাবেই প্রশ্রয় দেয়া হবেনা।’ বন্যপ্রাণী সংরক্ষণে যত ধারা, যত আইন আছে তার বাস্তবায়ন করব। এর সাথে কমিউনিটিই যুক্ত থাকুক বা প্রজেক্ট যুক্ত থাকুক বা প্রশাসন যেই যুক্ত থাকুক এই জায়গা থেকে ছাড় দেয়ার কোনো রকমের কোনো সুযোগ নেই।’
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, শিক্ষাবিদ ধূর্জটি কুমার বসু, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আইনুর আক্তার পান্না, জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক মো. জাহেদুল হক, আইইউসিএনের বাংলাদেশ প্রতিনিধি ইশতিয়াক উদ্দিন আহমদ,ইরার নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম প্রমুখ।