October 24, 2024, 11:34 pm

সংবাদ শিরোনাম
কুড়িগ্রামে ব্রহ্মপুত্রের ভাঙ্গনরোধে ব্যবস্থা নেয়ার দাবিতে বিক্ষোভ দিনাজপুরের ফুলবাড়ী থানায় নতুন অফিসার ইনচার্জ ও ওসি তদন্তের যোগদান নবাবগঞ্জে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত সিলেট সিমান্তে ৪৮ বিজিবির অভি্যানে ১ কোটি ২০ লক্ষ টাকার বিভিন্ন চোরাই মালামাল আটক উখিয়ায় সমুদ্র সৈকতে নির্মিত নৌবাহিনীর জেটিটি’র মধ্যাংশ ভেঙে গেছে রংপুরে ১২ বছর পর দলীয় কার্যালয়ে ফিরলো জামায়াত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পালাতক মেয়র তাপসের দূর্নীতির অভিনব পন্থা প্রেসক্লাব রংপুরের বহিস্কৃত সাবেক সভাপতি মাহাবুব রহমান হাবুসহ দু’জনের বিরুদ্ধে মামলা পেট্রাপোলে অমিত শাহ’র আগমন বেনাপোল বন্দর দিয়ে ৪ দিন আমদানি রপ্তানি বন্ধ আব্দুস সালাম বাবলা’র বাড়িতে হামলা ও পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নি সংযোগের ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করেন এস এম জিলানী

সাক্ষীর অভাবে হোসেনি দালানে বোমা হামলার বিচার শুরুতে বিলম্ব

সাক্ষীর অভাবে হোসেনি দালানে বোমা হামলার বিচার শুরুতে বিলম্ব

ডিটেকটিভ নিউজ ডেস্ক

পুরান ঢাকার হোসেনি দালানে বোমা হামলা মামলায় সাক্ষ্য গ্রহণের পর পর দুই তারিখে সাক্ষী হাজির হয়নি, যাতে মামলাটিতে অভিযোগ গঠনের তিন মাস পরেও বিচার শুরু হয়নি। ঢাকার অষ্টম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে বিচারাধীন এ মামলায় গত মঙ্গলবার এবং এর আগে ১৩ অগাস্ট সাক্ষ্য গ্রহণের ধার্য তারিখে মামলার বাদী এসআই জালাল উদ্দিন এবং সাক্ষী হোসেনি দালান রোডের মো. মাজেদকে সমন পাঠানো হয় বলে আদালতের কর্মচারীরা দাবি করেছেন। ঢাকার মহানগর দায়রা জজ আদালতে গত ৩১ মে অভিযোগ গঠনের পর মামলার নথিপত্র বিচারের জন্য এই আদালতে পাঠানো হয়। এদিনও সাক্ষী না আসায় বিচারক আবদুল্লাহ আল মামুন আগামি ২৮ নভেম্বর সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিন রেখেছেন। ঢাকার মহানগর দায়রা জজ আদালতে রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী আবদুল্লাহ আবুর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, গত মঙ্গলবার মামলার তারিখ থাকার বিষয়ে কেউ তাকে জানায়নি। আদালতের পেশকার মোহাম্মদ আলী বলেন, আমাদের কোনো ত্রুটি নেই। সাক্ষী কেন আসছে না সেটা পুলিশ প্রসিকিউশনের হাজিরা সেলের লোকজন বলতে পারেবে। এ মামলার অভিযোগপত্র জমা দেওয়ার বিষয়েও এর আগে তদন্ত কর্তৃপক্ষের বিরুদ্ধে অবহলার অভিযোগ ওঠে। এ বিষয়ে জানতে চাইলে ঢাকার মহানগর পুলিশের অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার মোহাম্মদ আনিসুর রহমান কোনো মন্তব্য করতে রাজি হননি। ২০১৫ সালের ২৩ অক্টোবর তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে হোসেনি দালানে বোমা হামলায় দুজন নিহত ও শতাধিক মানুষ আহত হন। এ ঘটনায় চকবাজার থানায় মামলা করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. শফিউদ্দিন শেখ গত বছরের এপ্রিল মাসে অভিযোগপত্র অনুমোদনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠান। মন্ত্রণালয়ের অনুমোদনের পর তা গত বছরের অক্টোবর মাসে বিচারিক আদালতে আসে। মামলায় অভিযুক্ত জেএমবির ১৩ সদস্যের মধ্যে ১০ জনকে গ্রেফতার করে পুলিশ। অভিযানের সময় তিন জঙ্গি ক্রসফায়ারে মারা যান। গ্রেফতারদের মধ্যে ওমর ফারুক ওরফে মানিক, শাহ জালাল, হাফেজ আহসান উল্লাহ মাহমুদ ও চাঁন মিয়া গত বছরের ১৫ মার্চ থেকে ২৬ মে’র মধ্যে বিভিন্ন সময় জামিন পান। বাকি ছয় আসামি কারাগারে আছে। আসামিদের তিনজন ওই হামলায় দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। জঙ্গি হামলার এই মামলায় সাক্ষী হাজির না হওয়ায় অসন্তোষ জানিয়ে জ্যেষ্ঠ আইনজীবী আমিনুল গণী টিটো বলেন, প্রত্যেকটি হত্যারই দ্রুত বিচার হওয়া উচিৎ। আর জঙ্গি আক্রমণের এসব মামলার বিচার দ্রুত শেষ হওয়া আরও বেশি জরুরি। দুলাল মিত্রসহ আরও কয়েকজন আইনজীবীও একই কথা বলেন।

Share Button

     এ জাতীয় আরো খবর