January 15, 2025, 11:58 pm

সংবাদ শিরোনাম

ছাতকে পুলিশের ৩ শিশু অপহরণ প্রচেষ্ঠার ঘটনাস্থল পরিদর্শন

ছাতকে পুলিশের ৩ শিশু অপহরণ প্রচেষ্ঠার ঘটনাস্থল পরিদর্শন
চান মিয়া, ছাতক (সুনামগঞ্জ)


ছাতকে ৩ শিশু অপহরণ প্রচেষ্ঠা মামলার ঘটনাস্থ পরিদর্শন করেছে পুলিশ। বুধবার (১সেপ্টেম্বর) ইসলামপুর ইউপি ভারতীয় সীমান্তবর্তি পুরান নোয়াকোট গ্রামে এ তদন্ত কাজ সম্পন্ন করা হয়। জানা যায়, পুরান নোয়াকোট গ্রামের আব্দুল মান্নানের পুত্র মিজানুর রহমান থানায় লিখিত অভিযোগে বলেন, একই গ্রামের মৃত ইদরিছ আলীর স্ত্রী আসিদুন নেছা ও মৃত আব্দুল করিমের পুত্র ইউনুছ আলী গত ১৯সেপ্টেম্বর তার মেয়ে ঝুমা বেগম (৬) ও নাদিয়া বেগম (৭) ও বোন সুলতানা আকতার (১১)কে কৌশলে বাড়ি থেকে ঢাকা পাঠানোর উদ্দশ্যে নৌকা যোগে ছাতকে পাঠিয়ে দেয়। শিশুদের খোঁজ করতে গিয়ে তাদের সন্দেহ হলে ছতকে অবস্থানরত আফজল হোসেনের কাছে খবর পৌছালে সে নৌকা থেকে তাদেরকে উদ্ধার করে। এঘটনায় মিজানুর রহমান বাদি হয়ে থানায় লিখিত দিলে বুধবার সহ পুলিশ দু’বার ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Share Button

     এ জাতীয় আরো খবর