গোপালগঞ্জে ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার
ডিটেকটিভ নিউজ ডেস্ক
গোপালগঞ্জের কাশিয়ানীতে ২ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। জানাগেছে, গতকাল শনিবার ভোরে একটি পরিবহন বাস থেকে মনিরা নামক এক মহিলা উপজেলার ঘোনাপাড়া বাজারে নামে। তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় ওই বাজারের নৈশ প্রহরী মোঃ বেরহান, বাকিয়ার খান ও রুহুল আমিন তার ব্যাগ তলালাশি করে ২ কেজি গাঁজা পায়। ওই নৈশ প্রহরীগণ বিষয়টি কাশিয়ানী থানায় জানালে কাশিয়ানী থানা পুলিশ থাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনিরা জানিয়েছে তার কাছে ৩০ কেজি গাঁজা ছিল। বিভিন্নস্থানে বিক্রি করে এখন ২ কেজি আছে। সে দীর্ঘদিন যাবৎ গাঁজার ব্যবসার সাথে জড়িত। তার স্বামীর বাড়ী রাজশাহী জেলায়, বাবার বাড়ী কাশিয়ানী উপজেলার ভাদুলিয়া গ্রামে। মাদকদ্রব্য আইনে মনিরার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।