December 27, 2024, 6:33 am

সংবাদ শিরোনাম
মধুপুরে অবৈধভাবে মাটি কাঁটার অপরাধে ৬জনের জেল জরিমানা প্রবাসীকে হয়রানির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে প্রবাসীকে হয়রানির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে বেনাপোল স্থলবন্দর হ্যাল্ডিং শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনে নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ঝিকরগাছা উপজেলায় যুব অধিকার পরিষদের কমিটি ঘোষণা শার্শার উলশী ইউনিয়ন ভিত্তিক ৬ষ্ঠ হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত ১১ বছর পর দেশে ফিরলেন যুক্তরাজ্য বিএনপির আইন সম্পাদক লিয়াকত সাজাভোগের শেষে ভারত থেকে দেশে ফিরলো ২৬ বাংলাদেশি পুরুষ -নারী বেনাপোল থেকে শুভ উদ্বোধন হলো রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের নবজাতককে পাওয়া গেল রাস্তার পাশে

শিক্ষা অফিসারের গাফেলতির কারণে নদী গর্ভে কোটি টাকার স্কুল ভবন

শিক্ষা অফিসারের গাফেলতির কারণে নদী গর্ভে কোটি টাকার স্কুল ভবন

ডিটেকটিভ নিউজ ডেস্ক 

বরিশালের জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নে সদ্যনির্মিত বাহেরচর শ্রীপুর সাইক্লোন শেল্টার কাম সরকারী প্রাথমিক বিদ্যালয়টি নদীতে ভেঙ্গে যাওয়ার আশঙ্কা থাকার পরেও নিলামের ব্যবস্থা গ্রহণ করেননি উপজেলা শিক্ষা অফিসার। ফলে কোটি টাকা ব্যয়ের ওই ভবনটি নদী গ্রাস করে নেয়ায় বিপুল পরিমান রাজস্ব হারিয়েছে সরকার। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কোটি টাকা ব্যয়ে সদ্যনির্মিত সাইক্লোন শেল্টার কাম সরকারী প্রাথমিক বিদ্যালয়টি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করার পর নদী ভাঙ্গনে ঝুঁকিতে নতুন ভবনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধণ করা হয়নি। পরবর্তীতে ঝুঁকিপূর্ন ভবনটি নিলামে বিক্রির জন্য স্কুল ম্যানেজিং কমিটির সদস্যরা উপজেলা শিক্ষা কর্মকর্তা আক্তারুজ্জামান মিলনকে অবহিত করেন। কিন্তু শিক্ষা কর্মকর্তা ভবন বিক্রির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেননি। এরইমধ্যে গত মঙ্গলবার রাত থেকে বুধবার বিকেল পর্যন্ত পুরো ভবনের দুই তৃতীয়াংশ নদীগর্ভে বিলিন হয়ে যাওয়ায় সরকার কয়েক লাখ টাকার রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে। সূত্রে আরও জানা গেছে, বিভিন্ন গণমাধ্যমে নবনির্মিত সাইক্লোন শেল্টার কাম স্কুল ভবনটি নদী গর্ভে বিলীন হওয়ার খবর একাধিকবার প্রকাশিত হলেও টনক নড়েনি কর্তৃপক্ষের। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মাহামুদ হাসান জানান, ভয়াবহ নদী ভাঙ্গন দেখে স্কুলটি নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ার আশংকায় আমরা স্কুল কমিটির নেতৃবৃন্দরা ভবনটি নিলামে বিক্রি করার জন্য শিক্ষা কর্মকর্তা আক্তারুজ্জামান মিলনকে জানিয়েছি। কিন্তু ওই কর্মকর্তার গাফেলতির কারণে সদ্যনির্মিত স্কুল ভবনটি কালাবদর নদীতে বিলীন হয়ে গেছে। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী বোরহান উদ্দিন মোল্লা জানান, প্রাথমিক শিক্ষা অফিস থেকে বিষয়টি আমাদেরকে যথাসময়ে অবহিত করা হলে নিলাম প্রক্রিয়ার মাধ্যমে কোটি টাকা ব্যয়ের সাইক্লোন শেল্টার কাম প্রাথমিক বিদ্যালয় ভবনটি বিক্রির ব্যবস্থা করা হতো। তিনি আরও জানান, আমাদেরকে যেদিন বিষয়টি জানানো হয়েছে তার একদিন পরেই ভবনটি নদী গ্রাস করে নিয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর