মামলার আপোষ মীমাংসা প্রশংসিত
জুবায়ের, সাদুল্লাহপুর (গাইবান্ধা)
গাইবান্ধা জেলার সাদুল্লাহপুর এর ফরিদপুর ইউনিয়ন এর সুমন সরকার বাদী হয়ে জমির ধান কাটা নিয়ে একটি মামলা রুজু করে। মামলাটি গাইবান্ধা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালত গাইবান্ধায় গত ২৬ শে নভেম্বর ২০১৫ তারিখে দায়ের করা মামলায় মোঃ শাহ নুর ফকির সহ ১৬ জনকে আসামী করা হয়। গত ২৭ শে সেপ্টেম্বর ২০১৭ তারিখে মামলার উভয় পক্ষের উপস্থিতিতে ঐ একই আদালতে মামলাটি আপোষ করা হয় যার ক্রমিক নং ২২৫২/১৭
মামলাটির প্রত্যাহার সমর্থনে হলফনামা পাঠে ২০০ ধারায় বাদীর জবানবন্দী গ্রহনের পর মামলাটি আর চালাবেন না এবং আসামীদের সাথে আপোষ করার কথা উল্লেখ্য করা হয়। উক্ত ঘটনায় বাদী–বিবাদী ও এলাকার জনগন এ ধরনের ছোট বড় সমস্যায় সকলকে আপোষ মীমাংসার মাধ্যমে এগিয়ে আসার জন্য আহ্বান জানান এলাকাবাসী।