October 7, 2024, 2:24 am

সংবাদ শিরোনাম
স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪) ভঙ্গুর রাষ্ট্রকে গড়তে হলে সংস্কার প্রয়োজন=== বৈষম্য বিরোধী অভিভাব ছাত্র শ্রমিক জনতা ঐক্য কেন্দ্রীয় কমিটির ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোর পল্লী বিদ্যুত সমিতিতে অদ্ভুতুরে কাণ্ডকীর্তি ভোলা বোরহানউদ্দিনে প্রাথমিক সহকারি শিক্ষকগণের ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করণের লক্ষে বগুড়ায় বিএনপির মতবিনিময় সভা! লক্ষ্মীপুরে কুমিরের আতঙ্কে এলাকাবাসী সাংবাদিক পুত্র আবির হোসেন অনন্ত’র জন্মদিন আজ বিল্লাল হুসাইন

ডিএসইতে প্রধান সূচক ৬৫, সিএসইতে বেড়েছে ৯২ পয়েন্ট

ডিএসইতে প্রধান সূচক ৬৫, সিএসইতে বেড়েছে ৯২ পয়েন্ট

ডিটেকটিভ নিউজ ডেস্ক

সপ্তাহের চতুর্থ কার্যদিবস গতকাল বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে বেড়ে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ১৭ দশমিক ৭৬ পয়েন্ট বেড়েছে এবং সিএসইর প্রধান সূচক ৩৯ দশমিক ৩৪ পয়েন্ট বেড়েছে। এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৭৪৪ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৭১৫ কোটি ১৭ লাখ টাকা। ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৭০৩ কোটি ৫১ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৬৩৯ কোটি ৪২ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৬৪ কোটি ৯ লাখ টাকা। এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৭ দশমিক ৭৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪২৯ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ দশমিক ২৮ পয়েন্ট বেড়ে এক হাজার ২৬৬ পয়েন্টে এবং ২ দশমিক ৮৮ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে এক হাজার ৯৬৮ পয়েন্টে। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৯১টির, কমেছে ১০৭টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪১টি কোম্পানির শেয়ার দর।

এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- মনো সিরামিক, রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেড, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, স্কয়ার ফার্মা, কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড, গ্রামীণফোন, ফুয়াং ফুড, ফার্মা এইড, প্যারামাউন্ট টেক্সটাইল  লিমিটেড এবং এপেক্স ফুট।

সিএসই

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ৪১ কোটি ৩৯ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৭৫ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ৩৪ কোটি ৩৬ লাখ টাকা।

এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৩৯ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৯২ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৬৬ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৬৯৩ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ২ দশমিক ২২ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৪২ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৪৪  দশমিক ৬০ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ১৭১ পয়েন্টে অবস্থান করছে।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৫০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫০টির, কমেছে ৬৮টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩২টি কোম্পানির শেয়ার দর।।

টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ইউনাইটেড পাওয়ার জেনারেশন, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড, রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেড, ফুয়াং ফুড, বেক্সিমকো, কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড, ফরচুন কোম্পানি, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইনফরমেরশন টেকনোলজি কনসালট্যান্টস লিমিটেড এবং ইন্ট্রাকো রিফুয়েলিং স্ট্যাশন লিমিটেড।

Share Button

     এ জাতীয় আরো খবর