September 16, 2024, 4:15 pm

সংবাদ শিরোনাম

সুনামগঞ্জের সীমান্ত থেকে ভারতীয় মদ জব্দ

সুনামগঞ্জের সীমান্ত থেকে ভারতীয় মদ জব্দ

ডিটেকটিভ নিউজ ডেস্ক 

সুনামগঞ্জের তাহিরপুরের সীমান্তবর্তী লালঘাট গ্রাম থেকে ১০ বোতল ভারতীয় কর্মকর্তা চয়েস মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

গতকাল মঙ্গলবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় বিজিবি। এর আগে গত সোমবার ভোরে সীমান্তবর্তী লালঘাট গ্রামে অভিযান চালিয়ে এসব মদ জব্দ করা হয়। সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাসির উদ্দিন আহমেদ জানান, গত সোমবার ভোরে সীমান্ত পিলার ১১৯৬/৬-এস এর কাছ থেকে ১০ বোতল ভারতীয় কর্মকর্তা চয়েস মদ জব্দ করা হয়। এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। এ ঘটনায় স্থানীয় থানায় মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।

Share Button

     এ জাতীয় আরো খবর