January 17, 2025, 4:44 pm

সংবাদ শিরোনাম
সম্ভাবনার নতুন দ্বার ‘বাউ মুরগি’, চিলাহাটিতে ভাগ্য ফিরেছে নারীদের শিবচরে খানকান্দি দৈয়দ আশরাফ আলী উচ্চ-বিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীন বরণ শিবচরে খানকান্দি দৈয়দ আশরাফ আলী উচ্চ-বিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীন বরণ টেকনাফ ২ বিজিবি”র অভিযানে আটক-৬ লক্ষ্মীপুরে তিন পুলিশ সদস্যকে পেটালেন সিএনজি চালকরা মধুপুরে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত বেনাপোলে বিজিপি বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হারিয়ে যাওয়া মায়ের খোঁজে দিশেহারা সন্তানরা ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন

অভিনেত্রীরা বলিউডে যৌন হয়রানির শিকার: প্রিয়াঙ্কা

অভিনেত্রীরা বলিউডে যৌন হয়রানির শিকার: প্রিয়াঙ্কা

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

হলিউডের নামী চলচ্চিত্র প্রযোজক হার্ভি ওয়াইনস্টাইনের বিরুদ্ধে একাধিক অভিনেত্রীর যৌন হয়রানির অভিযোগ ওঠার পর যখন জোর বিতর্ক শুরু হয়েছে হলিউডে ঠিক তখন বলিউডের ভেতরেও এমন যৌনশোষণ হচ্ছে বলে এক সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্য করলেন বলিউড অভিনেত্রী ও  প্রাক্তন বিশ্ব সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া।

প্রিয়াঙ্কার মতে, ওয়াইনস্টাইনের ঘটনাটি কেবলমাত্র যৌনতার সঙ্গে সম্পর্কিত নয়। এর সঙ্গে ক্ষমতা দখলের বিষয়টিও জড়িত। আর এটাই বাস্তব। এই ঘটনা হার্ভি ওয়াইনস্টাইন পর্যন্ত সীমাবদ্ধ নয়। হলিউডে তাঁর মতো অনেকেই আছেন।

তিনি বলেন, শুধু হলিউড নয়, এ ধরনের লোক বলিউডেও রয়েছে।

প্রিয়াঙ্কা আরো বলেন, আমি ওয়াইনস্টাইনকে নিয়ে ভাবছি না। আমি এও মনে করি না, হলিউডে শুধু ওয়াইনস্টাইন রয়েছেন, যিনি এমন করে থাকেন। তার মতো অনেকেই আছেন। শুধু ভারতে নয়, এরা সর্বত্র রয়েছে।

প্রিয়াঙ্কার দাবি, অভিনয় ক্ষেত্রে এমন অনেক সময় ঘটে যে, কিছু পুরুষ আছে যারা হুমকি দেবেন, তাঁদের দাবি না মানলে, কাজ মিলবে না। আর সেই সময় সব পুরুষ এক হয়ে যায়। তখন আপনি উপলব্ধি করবেন যে, আপনি কত একা।

প্রসঙ্গত, ওয়াইনস্টাইনের যৌন কেলেঙ্কারি নিয়ে এখন সরগরম হলিউড। বহু অভিনেত্রী তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন। কাস্টিং কাউচ বা যৌনতার বদলে কাজ নিয়ে অভিযোগ এই প্রথম উঠল না। বিভিন্ন সময়ে এই নিয়ে একাধিক মামলা দায়ের হয়েছে। বলিউডেও একাধিক যৌন কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। নিউজ ১৮।

Share Button

     এ জাতীয় আরো খবর