পিরোজপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ
ডিটেকটিভ নিউজ ডেস্ক
পিরোজপুর সদর উপজেলায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ৬০ বছর বয়সী এক ব্যক্তির নামে মামলা হয়েছে। সদর থানার ওসি মো. মাসুমুর রহমান বিশ্বাস জানান, গতকাল মঙ্গলবার সকালে কিশোরীর বাবা উত্তর শংকরপাশা গ্রামের নাসির মুন্সি (৬০) ও এক নারীর নামে থানায় মামলাটি দায়ের করেন। কিশোরীর বাবা বলেন, গত সোমবার বিকালে তার ১৪ বছর বয়সী বুদ্ধিপ্রতিবন্ধী মেয়েকে বাড়ির কাছের রাস্তা থেকে তামান্না নামে এক নারী ধরে নিয়ে যান। বুদ্ধিপ্রতিবন্ধী হওয়ায় সে সবকিছু যথাযথ বুঝতে পারে না। সে বুঝতে পারেনি যে তাকে ধর্ষণ করা হয়েছে। পরে সে তার মায়ের কাছে ঘটনা জানানোর পর পিরোজপুর সদর থানায় মামলা করা হয়। ওসি মাসুমুর বলেন, কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আর আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।