টাঙ্গাইল প্রতিনিধিঃ
বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, সম্প্রতি প্রধানমন্ত্রী বলেছেন- জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের সময় বাঙালিদের ওপর গুলি চালিয়েছেন। নাউজুবিল্লাহ। মুক্তিযোদ্ধা হিসেবে যদি জিয়াউর রহমানের অপমান হয়- এটা মুক্তিযুদ্ধকে অপমান করা হবে।টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি আরো বলেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত থাকতে পারে কিন্তু মুক্তিযোদ্ধা হিসেবে জিয়াউর ছিলেন শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা। তিনি বলেন, ২৫ মার্চ মধ্যরাত পর্যন্ত জিয়াউর রহমান পাকিস্তানের পক্ষে ছিল, তাই বলে বাঙালিদের ওপর গুলি চালায়নি। প্রকৃতপক্ষে গুলি চলেছিল জয়দেবপুরের টঙ্গীতে। বঙ্গবন্ধুকে যখন খুন করা হয় সফিউল্লাহ সেনাপ্রধান ছিলেন। জিয়াউর রহমানকে খুনি বললে কেএম সফিউল্লাহকে খুনির বাপ বলতে হবে।
প্রাইভেট ডিটেকটিভ/১১মার্চ২০১৮/ইকবাল