November 11, 2025, 5:09 pm

সংবাদ শিরোনাম
আগামী জাতীয় নির্বাচনে বিএনপির ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা-মৌলভীবাজারের চার আসনেও মনোনয়ন চূড়ান্ত প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ নিতে সম্মত এনসিপি বৃষ্টি আর বাতাসে নুয়ে পড়েছে ধানক্ষেত, দুশ্চিন্তায় কৃষকরা ঝিকরগাছায় নাতিজামাই এর হাতে নানা শ্বশুর খুন র‍্যাব-১৩ এর অভিযানে লালমনিরহাটে বিপুল পরিমাণ মাদকদ্রব্য এস্কাফ (ESKuf) ও গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার রোহিঙ্গা ক্যাম্প থেকে রংপুরের মোবারক আলী হত্যা মামলার মূলহোতা গ্রেপ্তার নবীগঞ্জে বার বার মেয়ে প*রকিয়া**য় জড়িয়ে পরার কারণে নিজ হাতে খু*ন করলেন পিতা বেনাপোল সীমান্ত থেকে যুবকের লাশ উদ্ধার। সুনামগঞ্জের ধোপাজান নদীতে রাতের আঁধারে বালু হরিলুট

তারাগঞ্জে পূজা মন্ডপে আনসারদের দায়িত্বে অবহেলা,কর্মে ফাঁকিসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে

সুুমন আহমেদ তারাগঞ্জ প্রতিনিধি :

রংপুরের তারাগঞ্জে ৬১টি পূজা মন্ডবে ৩৯৬ জন আনসার ভিডিপি নিয়োগে ব্যাপক অনিয়ম ও নিয়োগকৃত আনসার সদস্যদের দায়িত্বে অবহেলা, কর্মস্থল পৃজা মন্ডবে অনুপস্থিত সহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে।

আনসার কতার্রা নিয়ম নীতি তোয়াক্কা না করে নিজের পছন্দ মত লোকদের দিয়ে অনলাইনে আবেদন করে প্রায় ৪২০ জনের মধ্যে ৩৯১ জন নিয়োগ চূড়ান্ত করায় প্রশ্নবিদ্ধ হয়েছে নিয়োগ প্রক্রিয়া। অথচ প্রশিক্ষণপ্রাপ্ত প্রায় এক হাজার অধিক প্রশিক্ষণপ্রাপ্ত সদস্য রয়েছে। এছাড়াও পূজা মন্ডবে ইচ্ছামত দায়িত্ব পালন করেন পূজায় নিযুক্ত আনসার সদস্যরা। আনসার ভিডিপি কর্মকর্তা দায় এরাতে রোস্টার অনুযায়ী দায়িত্ব বন্টন করার কথা বললেও বিভিন্ন পূজা মন্ডপ ঘুরে পাওয়া গেছে নানা অনিয়মের চিত্র। সরেজমিনে গত ২৯,৩০তারিখে , থানাপাড়া, পলাশবাড়ী ব্রাক মোড়, কুশার্দোলাপাড়ায়,পন্চিম পলাশবাড়ী, দক্ষিন কুর্শা, আলমপুরে ধোলাইঘাট, ও হাড়িয়ার কুঠির,বাবুপাড়া, কাশিয়াবাড়ি পালপাড়াসহ একাধিক মন্দিরে আনসার সদস্যদেও দায়িত্বে অবহেলা কর্মস্থলে অনুপস্থিতসহ অনিয়মের চিত্র পাওয়া যায়।থানাপাড়া কেন্দ্রীয় মন্দিরে, ছয়জনের মধ্যে তিনজনকে পাওয়া যায় তাদের মধ্যে একজন ভুয়া সদস্য। তালিকায় খাদিমুলের নাম থাকলেও তাকে পাওয়া যায়নি। তার পরিবর্তে ভুয়া নামধারী আতিকুলকে পাওয়া যায়। পিসি মাজেদুল কে এ বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি স্বীকার করেন বলেন কমান্ডার রা যদি দেয় তাহলে আমরা কি করবো। দক্ষিণ কুশা মুরিচুয়া দুর্গা মন্দিরে ৬ জনের পরিবর্তে একজনকে পাওয়া যায়। আনসার সদস্য জিকরুল বলেন সবাই এখন ছুটিতে গেছে আমি একাই আছি। তাকে জিজ্ঞাসা করা হলে এই মুহূর্তে পূজা মন্ডপে গন্ডগোল লাগলে আপনি কিভাবে সামাল দিবেন।তিনি অনেকটা রাগান্বিত হয়ে বলেন আমি কি পয়সা একাই নিব ওরা নিজের খেয়াল খুশির মত ডিউটি করে আমি তাহলে কি করব। অথচ তাকে দেখলে আনফিট মনে হয় বয়সের ঘরে নুয়ে গেছে তার চেহারা। ওই পূজা মন্ডপের সেক্রেটারি পরিতোষ রায় বলেন আনসার সদস্যরা তারা নিজের খেয়াল খুশিমতো চলে আমাদের কথা কোন গুরুত্ব থাকেনা।

আপনারা সরোজমিনে এসে দেখতে পেলেন একজন মাত্র। বাকিগুলো নেই। কুসা সেকেরচক ৬ জনের মধ্যে দুজন কাকে পাওয়া যায়। ধোলাইঘাটে দুর্গা মন্দিরে একজন কাকে পাওয়া যায় না। ২৯ ও ৩০ সেপ্টেম্বর সোম ও মঙ্গলবার বিকাল ৩ ঘটিকায় হারিয়ার কুঠি ইউনিয়নের বাবু পাড়া দুর্গা মন্দিরে গিয়ে দেখা যায় একজন ছাড়া বাকি কেউ উপস্থিত নেই এরমধ্যে আমিনুর রহমান প্রভাব খাটিয়ে একবার করে দেখা দিয়ে বাকি কয়দিনে অনুপস্থিত ছিল।

৩০ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল ৪টা কাশিয়াবাড়ী পালপাড়া দূর্গা মন্দিরে গিয়ে দেখা যায় একজন মহিলা আনসার সদস্য (আলমিনা)ও একজন পুরুষ ছাড়া কেউ উপস্থিত নেই । মুটোফোনে এপিসি সাকিল এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বাসায় কাজ করতেছি সময় হলে যাব। সবসময় তো আর পুজা মন্ডব নিয়ে পরে থাকলে হবে না ।

বিশিষ্ট চিন্তাবিদ ও সমাজসেবক মমিনুল ইসলাম বলেন পূজা মন্ডপে আনসার নিয়োগ হবে স্বচছতার ভিত্তিতে। শুরুতে আনসার ভিডিপি কর্মকর্তা সে নিয়ম পালন করেননি। তিনি তার মনোনীত কমান্ডারের মাধ্যমে গোপনে তার মন মতো লোকদের দিয়ে অনলাইন করান। এবং গোপনে তাদের নিয়োগ প্রদান করুন। ব্যাপক প্রচার পেলে তার মনোনীত লোকরা বাদ পড়বে। তাই তিনি কৌশলে এ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেন। প্রচার প্রসারণা না চালিয়ে এ কাজ করেন। বিএনপির সেক্রেটারি ইয়াকুব আলী বলেন, স্বৈরাচারের দোসর এই কর্মকর্তা দিনের ভোট রাতে যে কায়দা করছে ঠিক একই ভাবে পুরযটিআই ও তিনি একই কায়দায় এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করেন। উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা নাহিদা রহমানের সঙ্গে কথা হলে তিনি বলেন রোস্টার অনুযায়ী তাদেরকে দায়িত্বপূর্ণ বন্ঠন করে দেওয়া হয়েছে। তারপরেও তারা যদি গাফলতি করে তাহলে বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর