November 11, 2025, 4:10 pm

সংবাদ শিরোনাম
আগামী জাতীয় নির্বাচনে বিএনপির ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা-মৌলভীবাজারের চার আসনেও মনোনয়ন চূড়ান্ত প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ নিতে সম্মত এনসিপি বৃষ্টি আর বাতাসে নুয়ে পড়েছে ধানক্ষেত, দুশ্চিন্তায় কৃষকরা ঝিকরগাছায় নাতিজামাই এর হাতে নানা শ্বশুর খুন র‍্যাব-১৩ এর অভিযানে লালমনিরহাটে বিপুল পরিমাণ মাদকদ্রব্য এস্কাফ (ESKuf) ও গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার রোহিঙ্গা ক্যাম্প থেকে রংপুরের মোবারক আলী হত্যা মামলার মূলহোতা গ্রেপ্তার নবীগঞ্জে বার বার মেয়ে প*রকিয়া**য় জড়িয়ে পরার কারণে নিজ হাতে খু*ন করলেন পিতা বেনাপোল সীমান্ত থেকে যুবকের লাশ উদ্ধার। সুনামগঞ্জের ধোপাজান নদীতে রাতের আঁধারে বালু হরিলুট

মৌলভীবাজারে প্রবাসীর বাড়িতে হামলা, গাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ

পিডিনিউজ ডেক্সঃ

মৌলভীবাজার সদর উপজেলার পশ্চিম সাধুহাটি গ্রামে গত ২৫ সেপ্টেম্বর  লন্ডন প্রবাসী ওয়াহিদ মিয়া @ মামুন মিয়ার বাড়ির গ্যারেজে থাকা হুন্দাই ট্রাকসন প্রাইভেট গাড়ী আগুনে পুড়িয়ে ক্ষতিগ্রস্ত করাসহ অন্যান্য মালামাল বিনষ্ট করা হয়। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী ধাওয়া দিয়ে ও মসজিদের মাইকে এনাউন্স করে রাফিনগর স্কুলের সামনে একটি পিকআপ গাড়ি (রেজিঃ নং- ঢাকা মেট্রো-ন ১২-৪৪৭৬) সহ কয়েকজনকে আ*ট*ক করতে সক্ষম হন।

আটককৃতরা হলেন – মৌলভীবাজার সদর উপজেলার রাখা গ্রামের ছয়ফুল মিয়া এর পুত্র সালমান মিয়া (২০),জলিল মিয়ার পুত্র জুবেদ মিয়া(২১) ও পরদিন ভোর ০৫.৩০ ঘটিকায় আটককৃত বলিয়ারবাগ এলাকার সৈয়দ আব্দুল মালিক এর পুত্র সৈয়দ মুরসালিন আলী (২১)। জিঙ্গাসাবাদের এক পর্যায়ে আটককৃতরা ঘটনা স্বীকার করে, এবং তাদের সহযোগীদের নাম ও পরিচয় প্রকাশ করে। সহযোগিরা হলেন – সদর উপজেলার বলিয়ারবাগ এলাকার সৈয়দ আব্দুল মালিক এর পুত্র সৈয়দ মুরসালিন (২১),জগন্নাথপুর গ্রামের জাবেদ মিয়া (২১), রাখা গ্রামের আল-আমিন এর পুত্র নাসির মিয়া (২২), মোকামবাজার এলাকার রাহিন মিয়া(২৩),মোস্তফাপুর এলাকার কামাল মিয়ার পুত্র রোমান মিয়া(২৪), সুরুজ মিয়ার পুত্র মুন্না মিয়া (২২),মানিক মিয়ার পুত্র মারুফ মিয়া(২১), আফজাল মিয়া(৪০) পিতা, নূরুল ইসলাম সহ অজ্ঞাতনামা ২/৩জন বলে জানায়। এ ঘটনায় মৌলভীবাজার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-২৮/৩১৬,তারিখ: ২৫/০৯/২০২৫ইং)। ধৃত আসামী মুরসালিন আরো জানান -জাবেদ মিয়ার সাথে ইংল্যান্ড প্রবাসী মিজানুর রহমান সানি (৪০)সহ অন্যান্যদের সাথে চুক্তি হয়েছে – ইংল্যান্ড প্রবাসী ওয়াহিদ মিয়া @মামুন মিয়ার বাড়িতে গিয়ে ক্ষতিগ্রস্ত করার জন্য। সেই চুক্তি মোতাবেক তারা ভাড়ায় কাজ করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে ভুক্তভোগী ইংল্যান্ড প্রবাসী ওয়াহিদ মিয়া জীবনের চরম নিরাপত্তাহীন উল্লেখ করে জানান- জনতার হাতে আটক আসামি ও  অন্যান্য আসা মিসহ, সরকার বাজারস্থ বাদে ফতেপুর এলাকার নুরুল ইসলাম এর পুত্র আফজাল মিয়া এ বিষয়ে জড়িত রয়েছেন। আমি উক্ত আফজালসহ জড়িত অন্যান্য সকল আসামীদে*র দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি। এবং আমিসহ আমার পরিবারের সার্বিক নিরাপত্তা জোরদার করার জন্য প্রশাসন এর প্রতি  অনুরোধ জানাচ্ছি।

এ ব্যাপারে শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শিপু কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ পরা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর