রাকিবুল হাসান(রকি)শিবচর(মাদারীপুর)প্রতিনিধি:
মাদারীপুর জেলার শিবচর থানায় এক গুরুত্বপূর্ণ সফরে এসেছেন ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) রেজাউল করিম মল্লিক। পুলিশ প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেন এবং থানার কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে একটি গাড়ি উপহার দেন।
বুধবার (২ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে নিজ জন্মস্থানে ডিআইজি রেজাউল করিম মল্লিকের আগমন ঘটে। সফরের শুরুতেই তিনি পারিবারিক কবরস্থানে গিয়ে তাঁর পিতার কবর জিয়ারত করেন।
পরে তিনি শিবচর থানায় উপস্থিত হয়ে থানার সকল কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় অংশ নেন। সভায় তিনি শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রতন শেখের কাছে থানার সেবা ও তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে একটি গাড়ি উপহার দেন।
মতবিনিময়কালে ডিআইজি রেজাউল করিম বলেন, “অপরাধ দমন, মাদক, সন্ত্রাস, দালালি, চাঁদাবাজি ও প্রতারণা বন্ধে জিরো টলারেন্স বজায় রাখতে হবে। জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করতে হবে।” তিনি থানার আধুনিকায়ন এবং নাগরিক সেবা উন্নয়ন নিয়ে খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। ডিআইজি রেজাউল করিম মল্লিক এ সময় শিবচরের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের সাথেও সাক্ষাৎ করেন এবং তাদের খোঁজখবর নেন। তিনি আরো বলেন, অবসরপ্রাপ্তদের অভিজ্ঞতা জাতির জন্য এক অনন্য সম্পদ। প্রয়োজনে আমি তাদের পাশে থাকব।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন-মাদারীপুর জেলার পুলিশ সুপার মো. নাঈমুল হাসান, শিবচর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সালাউদ্দিন কাদের, শিবচর থানার ওসি মো. রতন শেখসহ থানার অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।
সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে ছিলেন ছোট ভাই, বিশিষ্ট সমাজসেবক ও ইসলামী ব্যাংক বাংলাদেশের সাবেক কর্মকর্তা আবুল কালাম মল্লিক।
ডিআইজির এই সফর শিবচরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনিক কার্যক্রম এবং জনসেবামূলক উদ্যোগে নতুন উদ্দীপনা জোগাবে বলে মনে করছেন স্থানীয়রা।