July 17, 2025, 7:10 am

সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, গুলিতে নিহত- ৪, শতাধিক আহত গোপালগঞ্জে হামলার প্রতিবাদে জয়পুরহাটে এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ উত্তপ্ত গোপালগঞ্জ,১৪৪ধারা জারি জামালপুরে ভারতীয় ৪ লাখ ৭৪ হাজার ব্লেড উদ্ধার, আটক ২ সাংবাদিক স্বপ্না আক্তারের উপর হামলার প্রতিবাদে ডোমারে মানববন্ধন কমলগঞ্জে ময়ূর মিয়া হত্যার রহস্য উদঘাটন:আলামত সহ মূল আসামী গ্রেফতার শেরপুরে সরকারি অফিস আদালতে সাবেক ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্ত্বা রয়েছে এখনও বলেন হযরত আলী বেনাপোল বন্দরে চাকরির রক্ষায় ঘুষ দাবির অভিযোগ। বিপাকে ১২৯ জন নিরাপত্তা কর্মী মাদারীপুর দরগা শরীফে দুদকের অভিযান ‎ ‎ চার খলিফার লুটপাটে উন্নয়ন বঞ্চিত ছিলো মৌলভীবাজার- এম নাসের রহমান

বামনায় আইন-শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করছেন অফিসার ইনচার্জ হারুন অর রশীদ হাওলাদার

মোঃ সিদ্দিকুর রহমান মান্না বরগুনা প্রতিনিধি:

বরগুনার বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন অর রশীদ হাওলাদার অপরাধ দমনের মাধ্যমে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে একজন দক্ষ পুলিশ কর্মকর্তায় পরিণত হয়েছেন।

বরগুনা জেলা পুলিশ সুপার মো. ইব্রাহীম খলিল এর নির্দেশনায় বামনা থানাকে তিনি অপরাধমুক্ত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। নানান কৌশল অবলম্বন করে অল্প দিনের মধ্যেই জন সাধারণের কাছে তিনি প্রিয় অফিসার ইনচার্জ হিসেবে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছেন।

অফিসার ইনচার্জ মো. হারুন অর রশীদ এর নেতৃত্বে থানার এস.আই, এ.এস.আই ও নারী-পুরুষ পুলিশ সদস্যরা আইন-শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি গত ২৭ সেপ্টেম্বর-২০২৪ সালে বামনা থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদানের পর থেকে আইন শৃঙ্খলা এবং থানার অবকাঠামোগত ব্যাপক পরিবর্তন হয়েছে।

তিনি থানায় দায়িত্ব নেওয়ার পর বামনায় সড়ক দূর্ঘটনা রোধে সূদূর প্রসারী কার্যক্রম গ্রহণ করেন এবং সড়ক দূর্ঘটনার মূল কারণ উদঘাটন পূর্বক সমাধান করেন। তিনি নিজে সড়ক ও যোগাযোগ বিভাগের সাথে আলোচনা সহ আইন শৃখলা সভায় সড়ক দুর্ঘটনা সম্পর্কে সচেতনতা মূলক আলোচনা করেন। যার ফলশ্রæতিতে বামনার সড়ক দুর্ঘটনার হার অন্যান্য উপজেলা থেকে তুলনামূলক ভাবে অনেক কম।

তিনি বিট পুলিশিং এবং কমিনিটিং পুলিশিং এর মাধ্যমে প্রায় সময়ে গ্রাম অঞ্চলের সাধারণ মানুষের সাথে মিশে তাদের সমস্যা গুলো সমাধান এবং আইনগত সহযোগিতা প্রদান করেন। থানা ভবনের সৌন্দর্য্য বর্ধনে তিনি থানার মাঠ পাকা করা, থানার চারপাশে বসার ব্যবস্থা এবং থানার পরিবেশের অভ‚তপূর্ব পরিবর্তন করেন সহ নতুন করে থানার মূল গেট কাজ শুরু করেছে।

অভিযোগকারীর অভিযোগ শ্রবনে তিনি সমাজের সকল শ্রেনী-পেশার মানুষকে সমান ভাবে গুরুত্ব দেন। আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক ভাবে অপরাধ নিবারণ মূলক হিসেবে প্রায় সময়ে স্কুল,কলেজ, মাদ্রাসা কিংবা এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে আলোচনা সহ সুনাগরিক এবং দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছেন। তিনি অন্যায়কারীকে যেমন আইনের আওতায় নিয়ে আসেন, তেমনি নিরাপরাধী কেউ যেমন প্রতিহিংসার শিকার না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখেন। জরুরী সেবা সহ যেকোন সংবাদ পাওয়া মাত্রই পুলিশের উপস্থিতি নিশ্চিত করে বড় ধরনের ঘটনা প্রতিহত করেন। তিনি যোগদানের পর মার্চ ২০২৫ সালের সামগ্রিক পারফর্মেন্স বিবেচনায় বরগুনা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন।

বামনা থানার অফিসার ইনচার্জ বলেন, মাননীয় পুলিশ সুপার মো. ইব্রাহীম খলিল স্যারের নির্দেশনায় আইন-শৃঙ্খলা রক্ষায় সবসময় কাজ করছি। ডাকাতি, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, ইভটিজিংসহ সকল সামাজিক অপরাধ নির্মূলে আমরা কাজ করে যাচ্ছি। আইন-শৃঙ্খলা রক্ষায় জন সাধারণের কাছে সহযোগিতা কামনা করেন তিনি।

তিনি বামনা থানায় দায়িত্ব নেওয়ার পর থানায় ৫৬টি নতুন রুজুকৃত মামলা ও ননএফআইআর প্রসিকিউশন ৫১টি, নিষ্পত্তিকৃত মামলা ৫৯টি, দেশীয় তৈরি পাইপ গাইন ১টি ও কার্তুজ উদ্ধারসহ ১৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং সেট, ১০টি মোবাইল সেট উদ্ধার করা হয় এবং স্থানীয় ভাবে বিভিন্ন অভিযোগের নিষ্পত্তি দেওয়ার জন্য কঠিন ভূমিকা পালন করেছে।

এছাড়া কোর্ট হতে প্রাপ্ত গ্রেফতারী পরোয়ানা জি-আর সাজা ৫, সি-আর সাজা ১৩টি, জিআর নিষ্পত্তি ৪৯টি, সিআর নিষ্পত্তি ৯৪টি সহ সর্বমোট ১৬১টি ওয়ারেন্টভ‚ক্ত আসামীকে আটক করে আদালতে সোপর্দ করেন।

Share Button

     এ জাতীয় আরো খবর