নিজস্ব প্রতিবেদক :
গতকাল ২১ মে (বুধবার) রাত ৮টায় রাজধানীর গুলশানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা, তিতাসের গর্বিত সন্তান ও ঢাকাস্থ তিতাস উপজেলা জাতীয়তাবাদী ফোরামের প্রধান উপদেষ্টা ড. খন্দকার মোশাররফ হোসেনের নিজ বাসভবনে আয়োজিত হয় নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এই মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টা ড. মোশাররফ হোসেন ছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ফোরামের সম্মানিত উপদেষ্টা ব্যারিস্টার ড. খন্দকার মারুফ হোসেন।
নবগঠিত ফোরামের পক্ষ থেকে উভয় নেতাকে ফুলেল শুভেচ্ছা জানান ফোরামের পৃষ্ঠপোষক ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়া, সভাপতি দাউদ-উজ-জামান লিটন শিকদার, সাধারণ সম্পাদক ইয়াইয়া খান, সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাদির শিকদার, সহ-সভাপতি শেখ ফরিদ উদ্দীন ও লায়ন সাহিদুর রহমান সাঈদ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলমগীর কবিরসহ ফোরামের অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, ঢাকায় বসবাসরত তিতাস উপজেলার জাতীয়তাবাদী চিন্তা-চেতনায় বিশ্বাসী নেতাকর্মীদের নিয়ে এই ফোরামের যাত্রা শুরু হয়েছে। দেশপ্রেম, গণতন্ত্র ও উন্নয়নের লক্ষ্যকে সামনে রেখে তিতাসের সুনাম ও সম্মান রক্ষায় কাজ করবে ফোরাম।
প্রধান উপদেষ্টা ড. মোশাররফ হোসেন নবগঠিত কমিটিকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, “তিতাস হচ্ছে আমার প্রাণের এলাকা। এখানকার মানুষের কল্যাণে এবং জাতীয়তাবাদী আন্দোলনকে শক্তিশালী করতে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ফোরাম যেন একতা, সততা ও আদর্শিক দায়িত্বশীলতার মাধ্যমে দলের বৃহত্তর স্বার্থে অবদান রাখে, সেটিই আমার প্রত্যাশা।”
ব্যারিস্টার ড. খন্দকার মারুফ হোসেন বলেন, “আমরা চাচ্ছি ঢাকায় অবস্থানরত তিতাসের জাতীয়তাবাদী সন্তানরা এই ফোরামের মাধ্যমে আরও সুসংগঠিত হোক, এবং কেন্দ্রীয় রাজনীতিতেও তাদের অবস্থান দৃঢ় করুক।”
এই সভাটি শুধুমাত্র একটি পরিচিতি সভা ছিল না, এটি ছিল ভবিষ্যতের পরিকল্পনা, সহযোগিতা এবং সংগঠনের কার্যকরী রূপরেখা নির্ধারণের একটি মাইলফলক।