June 24, 2025, 1:12 am

সংবাদ শিরোনাম
সুনামগঞ্জে সেনাবাহিনী-অস্ত্রধারীদের গোলাগুলি, ৪ জন আটক যশোরে মাদক মামলায় বেনাপোলের দু’জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ঢাকার কামরাঙ্গীচর যেন অনিয়মের দূর্গ সিরাজগঞ্জে কাব স্কাউটদের কাব কার্ণিভাল অনুষ্ঠিত বেনাপোল কাষ্টমস হাউজে ফের কলমবিরতি চলছে গাইবান্ধার সাদুল্লাপুরে প্রতিবেশীর ঝুঁকিপূর্ণ পুরনো ৬টি গাছের নিচে মৃত্যু ঝুঁকিতে সাংবাদিক পরিবারের বসবাস, আতঙ্কে ব্যবসায়ীরা! ইউএনও’র তদন্ত ‘দায়সারা’ ভারতীয় পন্যসহ ৩ জনকে আটক করেছে শেরপুর ফাঁড়ি পুলিশ ভারতে যাওয়ার পথে বেনাপোলে আটক “তারাগঞ্জ উপজেলা চেয়ারম্যান” আনিছুর রহমান গৌরনদীতে ঝুঁকিপূর্ণ আয়রন ব্রিজে পারাপার এলাকাবাসী ও বিদ্যালয়মুখী মানুষের চরম দুর্ভোগ বামনায় নবগঠিত গভনিং বডির অভিষেক অনুষ্ঠান

ভারতের পেট্রাপোলে দু’দেশের বিজিবি-বিএসএফ’র সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত

ইয়ানূর রহমান :

যশোরের বেনাপোল সীমান্তের ওপারে’ ভারতের পেট্টাপোল সীমান্তে দু’দেশের বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) এবং ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)’র মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ( ১৩ মে-২০২৫) বেলা সাড়ে ১১টার সময় ভারতের উত্তর ২৪ পরগণা’ বনগাঁ মহাকুমার পেট্রাপোল আইসিপি বিএসএফ ক্যাম্পের সম্মেলন কক্ষে দু’দেশের এই বিজিবি-বিএসএফ’র সেক্টর কমান্ডার পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায়, ভারতের পক্ষে বিএসএফ এর কোলকাতা সেক্টরের সেক্টর কমান্ডার ডিআইজি তারনি কুমারের নেতৃত্বে ১০ সদস্যের বিএসএফ প্রতিনিধিদল অংশগ্রহণ করেন।

অপরদিকে, বাংলাদেশের পক্ষে বিজিবি’র খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মোঃ মেহেদী হাসান চৌধুরীর নেতৃত্বে ১০ সদস্যের বিজিবি প্রতিনিধিদল অংশগ্রহণ করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)’র অধিনায়ক লে. কর্ণেল সাইফুল্লাহ সিদ্দিকী, খুলনা সেক্টর সদর দপ্তরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর মোঃ খসরু রায়হান, বেনাপোল আইসিপি কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ মিজানুর রহমানসহ দু’দেশের বিজিবি-বিএসএফ’র অধিনায়ক, অন্যান্য স্টাফ অফিসার ও বিভিন্ন পদবীর কর্মকর্তারা।

এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র খুলনা সেক্টর সদর দপ্তরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মোঃ খসরু রায়হান জানিয়েছেন, দু’দেশের বিজিবি-বিএসএফ’র সেক্টর কমান্ডার পর্যায়ে সমন্বয় সভায় ভারত-বাংলাদেশ সীমান্ত এবং দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়াদি নিয়ে অত্যন্ত ফলপ্রস্যু আলোচনা হয়েছে। এতে, দু’দেশের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হলো এবং সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।#

Share Button

     এ জাতীয় আরো খবর