June 22, 2025, 3:12 am

সংবাদ শিরোনাম
নরসিংপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র যেনো নিজেই রোগী চৌহালী উপজেলা স্বার্থ সংরক্ষণ পরিষদ এর পক্ষ থকে ৫ দফা দাবিতে স্বারক লিপি প্রদান জামায়াতের লক্ষ্য ইসলাম কায়েম –সহকারী সেক্রেটারী আব্দুল হালিম বেনাপোলে বিজিবি ৯লাখ ২০ হাজার টাকার জালনোট সহ ১জনকে আটক করেছে ক্ষেতলালে দীঘির পাড়া মহল্লায় সম্পত্তি দখলের অভিযোগ, তদন্তে ভূমি অফিস উখিয়ায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রথম ও দ্বিতীয় রাউন্ডের বির্তক প্রতিযোগিতা ৪ মাদক মামলার আসামী বিএনপির সেক্রেটারী! সেনাবাহিনীর অভিযানে লামায় অস্ত্র সরঞ্জামসহ আটক ৯ বামনায় আইন-শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করছেন অফিসার ইনচার্জ হারুন অর রশীদ হাওলাদার উদীচীর অসমাপ্ত কাউন্সিল সম্পন্ন প্রতিনিধিদের ভোটে বদিউর সভাপতি, অমিত সাধারণ সম্পাদক নির্বাচিত

বাগানবাজারের কৃতি সন্তান নায়েক রাসেলের পুলিশ ব্যাজ ও সনদপত্র অর্জন

মোঃ সুমন খান পার্বত্য অঞ্চল ঃ

পুলিশ সপ্তাহ ২০২৫ উদ্বোধন পদক প্রদান অনুষ্ঠানে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ (আইজিপি) বাহারুল আলম বিপিএম এর হাত থেকে “পুলিশ ফোর্স এক্সামপ্লারি গুড সার্ভিস ব্যাচ ২০২৪” ব্যাজ ও সনদপত্র গ্রহন করার সৌভাগ্য অর্জন করেন রামগড় লাগোয়া ভুঁজপুর বাগানবাজারের কৃতি সন্তান নায়েক মোঃ রাসেল।

বৃহস্প্রতিবার ০১মে ঢাকা রাজারবাগ পুলিশ লাইনে তাকে এ ক্যাটগরিতে ব্যাজ ও সনদপত্র প্রদান করা হয়।

সে ১নং বাগানবাজার ইউনিয়নের চিনছড়া গ্রামের মহরম আব্বাস আলীর ছেলে।

নায়েক মোঃ রাসেল বর্তমানে পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুল, বেতবুনিয়া, রাঙামাটিতে কর্মরত।

নায়েক রাসেল জানান, এই অর্জন শুধু আমার একা নয় এই পথচলায় যিনি সর্বদা দিকনির্দেশনা, সাহস ও উৎসাহ যুগিয়েছেন, তিনি হলেন আমার ইউনিটের সম্মানিত ও প্রিয় কমান্ড্যান্ট স্যার,ড. এমএ সোবহান পিপিএম,(এডিশনাল ডিআইজি), কমান্ড্যান্ট, পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুল, বেতবুনিয়া, রাঙামাটি।
স্যার, আপনার প্রেরণা, নেতৃত্ব ও পিতা-সুলভ দিকনির্দেশনা ছাড়া এই অর্জন সম্ভব হতো না।

আমার এই পদকটি আমি উৎসর্গ করছি আমার ইউনিট, সহকর্মী এবং সর্বোপরি বাংলাদেশ পুলিশ বাহিনীকে, যাঁরা প্রতিনিয়ত দেশের জন্য নিবেদিত প্রাণ।

Share Button

     এ জাতীয় আরো খবর