জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আগামী ২৫শে মার্চ গণহত্যা দিবস ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ২০শে মার্চ) বেলা ৩:৩০ ঘটিকায় জৈন্তাপুর উপজেলা পরিষদ হলরুমে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা।
প্রস্তুতি সভায় আগামী ২৫ শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে জৈন্তাপুর উপজেলা চিকনাগোল ইউনিয়নের কহাইগড় এলাকায় বেলা ১১:০০ ঘটিকায় শহীদ গণকবরে পুষ্পস্তবক অর্পণ করা হবে।
পরের দিন মহান স্বাধীনতা দিবস -২০২৫ উপলক্ষে জৈন্তাপুর বাসস্ট্যান্ড সংলগ্ন শহীদ স্মৃতিস্তম্ভে সূর্যোদয়ের সাথে সাথে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে।
পরে সকাল ৯ ঘটিকায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কুচকাওয়াজ প্রদর্শন অনুষ্ঠিত হবে। কুচকাওয়াজ প্রদর্শন শেষে জাতীর শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হবে। দুপুরে মহান স্বাধীনতা দিবসে বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হবে। এ ছাড়াও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জৈন্তাপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।
এ সময় প্রস্তুতি সভায় আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার ভুমি মিজ ফারজানা আক্তার লাবনী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ মিলাদুর রহমান, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ হাসিনুর রহমান, সিনিয়র মৎস কর্মকর্তা অলিউর রহমান।
এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন ১ নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলি, ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, ৩ নং চারিকাঠা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান করিম, ৪ নং দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, মুক্তিযুদ্ধা আব্দুর রশিদ সহ উপজেলার অন্যন্যা মুক্তিযোদ্ধাগণ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নাজমা বেগম, উপজেলা প্রধান প্রকৌশলী এ কে এম রিয়াজ মাহমুদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবেদ হাসান, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, নির্বাচন কর্মকর্তা আবুল কালাম, যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী রুহুল আমিন, ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আল আমিন, শ্রীপুর বিওপির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদারের আবুল কাশেম, বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলাল, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি মঈনুল মুরসালিন রুহেল সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সহ সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
প্রস্তুতি সভা শেষে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।p