এম এইচ শাহীন: গাজীপুর মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে গাজীপুরে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী। আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের সদর থানাধীন বাউপাড়া এলাকায় ভুক্তভোগীর নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আশরাফুল চৌধুরী অভিযোগ করে বলেন, তিনি দীর্ঘদিন ধরে বাউপাড়া এলাকায় বসবাস করছেন। কিন্তু পোড়াবাড়ি এলাকার বাসিন্দা অভিযুক্ত আনার কলি ইয়াসমিন তার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। তিনি দাবি করেন, আনার কলি ইয়াসমিন মাদক সম্রাজ্ঞী পাপিয়ার ডান হাত এবং ঘনিষ্ঠ সহযোগী। তিনি আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী।
আশরাফুল চৌধুরী আরও বলেন, “আনার কলি ইয়াসমিন আগে দাবি করতেন, তিনি আওয়ামী লীগের এক প্রভাবশালী মন্ত্রীর পুত্রবধূ। তবে ৫ আগস্টের পর তিনি তার খোলস পাল্টে ফেলেছেন। আমাদের জমি জোরপূর্বক দখল করার জন্য তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন ভাবে আমাদের হয়রানি করে আসছেন। ৫ আগস্টের আগে এবং পরেও তিনি আমাদের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছেন। তিনি দাবি করেন, তার স্বামী একজন সেনা কর্মকর্তা, যাকে ব্যবহার করে তিনি আমাদের হুমকি দিচ্ছেন এবং মিথ্যা মামলায় জড়াচ্ছেন।”
সংবাদ সম্মেলনে আশরাফুল চৌধুরী এই হয়রানি থেকে মুক্তির আকুতি জানান এবং প্রশাসনের কাছে ন্যায়বিচার দাবি করেন। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
এম এইচ শাহীন
গাজীপুর।