রাকিব হোসেন, ভোলা :
ভোলা জেলার সদর উপজেলার রাজাপুর এলাকায় র্যাব ও নৌবাহিনীর যৌথ অভিযানে দুই কুখ্যাত দস্যুকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন—রাজাপুর এলাকার মোঃ গিয়াসউদ্দিন ও হাসান।
বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট ভোলা ও র্যাব-৮ ভোলা ক্যাম্পের যৌথ অভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে ১লা ফেব্রুয়ারি রাত ১টা থেকে ভোর ৫টা পর্যন্ত রাজাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শ্যামপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে তাদের কাছ থেকে ১টি দেশীয় পাইপগান, ১টি দেশীয় পিস্তল, ২টি তাজা কার্তুজ, ২টি চাপাতি, ১টি ছুরি, ১টি ল্যাপটপ, সিসিটিভি সরঞ্জাম এবং ৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাব ও নৌবাহিনীর পক্ষ থেকে আজ সকাল ১১টায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আটকের বিষয়টি নিশ্চিত করা হয়। জানা গেছে, গিয়াসউদ্দিন ও হাসানের নেতৃত্বে একটি সন্ত্রাসী দল দীর্ঘদিন ধরে স্থানীয় জেলে ও সাধারণ জনগণের ওপর অত্যাচার চালিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে একাধিক দস্যু মামলা চলমান রয়েছে।
পরবর্তী আইনি কার্যক্রমের জন্য আটককৃতদের জব্দকৃত আলামতসহ ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।